মোহাম্মদ মাসুদ : ২) বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) যুগ্ম সম্পাদক স্থপতি ইকবাল হাবিব বলেন, আদালতের রায় প্রনিধানযোগ্য। এটাকে দ্রুত কার্যকর করতে হবে। দখলদারদের চিহ্নিত করা, নাম ঘোষণা করা এবং তাদের বিরুদ্ধে মামলা দায়েরের ৩টি সুনির্দিষ্ট রায় আদালত দিয়েছে।
৩) সোমবার সময় টিভির সম্পাদীয় অনুষ্ঠানে তিনি বলেন, ঢাকার চারপাশের নদী নিয়ে মন্ত্রীরা নামেন নাই তারা সারা বাংলার নদী নিয়ে নেমেছেন সেটা আমরা বিশ্বাস করি। সেজন্য এই ৩টি কাজ অত্যন্ত গুরুত্বের সাথে করতে হবে।
৪) ইকবাল বলেন, নদী কমিশনকে শক্তিশালী করার জন্য নদী কমিশন স্বতপ্রণোদিত হয়ে যে সমস্ত পরামর্শগুলো দিয়েছে এবং আদালত পরিষ্কার ভাষায় যে কথা বলেছে তা কার্যকর করতে হবে।
৫) তিনি বলেন, সমন্বয়ের অভাবে সরকারের প্রতি আঙ্গুল দেখিয়ে প্রকৃত পক্ষে নদীর জন্য কেউ কাজ করেনি। সুপারিশ নয় বরং আদালত যা বলেছে নদী রক্ষা কমিশনকে নদী ও খালের অবিভাবক হয়ে সব নদী, খাল-জলাশয়, সমুদ্র সৈকতের সুরক্ষায় ভূমিকা রাখতে হবে।