শিরোনাম
◈ থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর পদ থেকে সরতেই হচ্ছে পেতংতার্নকে: আদালতের রায় ◈ দুই দশক পর আগামী বছর অস্ট্রেলিয়ায় টেস্ট ‌সি‌রিজ খেলবে বাংলাদেশ! ◈ এক সপ্তাহে ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু ◈ ‘বাংলাদেশ গণতান্ত্রিক ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়ার দিকে হাঁটছে’ ◈ কুমিল্লায়  দুই ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার ◈ লতিফ সিদ্দিকী জামিন চাননি যে কারণে ◈ আট বিভাগে বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস ◈ চীন থেকে দেওয়া সারজিসের স্ট্যাটাস ভাইরাল ◈ মাদ্রাসায় জরুরি নির্দেশনা, না মানলে এমপিও বাতিল ◈ দুবাই ট্যাক্সি কর্পোরেশন ৪০০ গাড়ি চালক নেবে, ঢাকায় যেদিন থেকে বাছাই পরীক্ষা

প্রকাশিত : ১৫ মার্চ, ২০১৯, ০৯:০২ সকাল
আপডেট : ১৫ মার্চ, ২০১৯, ০৯:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বৃদ্ধি করা হচ্ছে রেলওয়ের ভাড়া

দ্যা ডেইলি স্টার: লোকসানের পরিমাণ কমাতে এবং সেবার মান বাড়াতে যাত্রী এবং মালবাহী ট্রেনের ভাড়া বৃদ্ধি করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। রেলওয়ে সূত্রগুলোর পক্ষ থেকে জানানো হয়, প্রাথমিক প্রস্তাব অনুসারে যাত্রীদের ভাড়া প্রায় ২৫ ভাগেরও বেশি বাড়তে পারে। তবে বাংলাদেশ রেলওয়ের ডিরেক্টর মাহবুবুর রহমান বলেন, ‘রেলওয়ের ভাড়া অবশ্যই বাড়ানো হবে। তবে তা কতটুকু বাড়ানো হবে এ ব্যাপারে এখনো কোন সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি।’

তবে কনজিউমার এসোসিয়েশন অফ বাংলাদেশের প্রেসিডেন্ট গোলাম রহমান বলেন, ট্রেনের ভাড়া বৃদ্ধির আগে যাত্রীদের সেবার মান বাড়ানো উচিত। ডব্লিউবিবি ট্রাস্টের প্রোজেক্ট অফিসার আতিকুর রহমান বলেন, শুধুমাত্র ভাড়া বাড়ানোর মাধ্যমে রেলওয়েকে লাভের দিকে নেয়া সম্ভব না।

প্রস্তাব অনুযায়ী, ঢাকা-চট্টগ্রাম রুটের শোভন চেয়ারের বর্তমান ভাড়া ৩৪৫ টাকা থেকে বাড়িয়ে ৪৬৫ টাকা করা হবে। এসি চেয়ার কোচের ভাড়া ৬৫৬ টাকা থেকে বাড়িয়ে এক হাজার ৭০ টাকা করা হবে। ঢাকা-খুলনা রুটে শোভন চেয়ারের ভাড়া ৫০৫ টাকা থেকে বাড়িয়ে ৬৩০ টাকা প্রস্তাব করা হয়েছে। এবং এসি চেয়ারের ভাড়া ৯৬৬ টাকা থেকে বাড়িয়ে এক হাজার ৪৪৩ টাকা করা হবে। ঢাকা-সিলেট রুটের ক্ষেত্রে শোভন চেয়ারের ভাড়া শোভন চেয়ারে ৩২০ টাকা থেকে ৪৩৫ টাকা এবং এসি চেয়ারে ৬১০ টাকা থেকে ভাড়া বেড়ে এক হাজার এক টাকা করা হবে। মালবাহী ট্রেনের ভাড়াও প্রস্তাব অনুযায়ী ২৫ ভাগেরও বেশি করা হবে।

ভাড়া বৃদ্ধি বাস্তবায়িত হলে তিন বছরের মধ্যে এটি দ্বিতীয় ভাড়া বৃদ্ধির ঘটনা ঘটবে। ২০১৬ সালের ফেব্রুয়ারি মাসে রেলওয়ের ভাড়া ৭.২৩ ভাগ বৃদ্ধি করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়