বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা গতকালের (রোববার) চেয়ে ভালো আছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক আল মামুন।
সোমবার (২৪ নভেম্বর) রাতে সময় সংবাদকে এ তথ্য জানান তিনি।
ডা. আল মামুন বলেন, ‘ম্যাডাম গতকাল (রোববার) হাসপাতালে ভর্তি হওয়ার পর যে অবস্থায় ছিলেন, আজ তার চেয়ে ভালো আছেন। তিনি এখন কেবিনেই আছেন। দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন তিনি।’
তিনি জানান, রোববার সন্ধ্যায় বেশ কিছু স্বাস্থ্য পরীক্ষার জন্য বেগম জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়। এরপর তাকে সেখানে ভর্তি করা হয়।
পরে তার মেডিকেল বোর্ডের চিকিৎসকরা জানান, বেগম জিয়ার ফুসফুসে ইনফেকশন হয়েছে। যে কারণে তার শ্বাসপ্রশ্বাস জনিত সমস্যা দেখা দেয়।
এদিকে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে নিবিড়ভাবে চিকিৎসা দেয়া হচ্ছে।
তিনি আরও জানান, শনিবার ভোররাত থেকে লন্ডন থেকে তারেক রহমান ও জুবাইদা রহমান সর্বাক্ষণিক যোগাযোগ রাখছেন। প্রয়াত আরাফাত রহমান কোকোর সহধর্মিণী সৈয়দা শামিলা রহমানও হাসপাতালেই আছেন।