শিরোনাম
◈ লটারিতে নির্ধারিত ৬৪ জেলার এসপি: সুষ্ঠু নির্বাচনে সরকারের নতুন উদ্যোগ ◈ মোহাম্মদপুরে ছেলেকে কুপিয়ে হত্যা, বাবা গুরুতর আহত ◈ জাতীয় অর্থনীতি ও কৌশলগত সম্পদে সিদ্ধান্ত নেওয়ার অধিকার শুধু জনগণের নির্বাচিত সরকারের: তারেক রহমান ◈ হাসিনার সঙ্গে যোগাযোগ সম্পর্কে যা বললেন আইনজীবী পান্না ◈ দক্ষিণ এশিয়ায় জলবায়ু বিপর্যয়ের সতর্কবার্তা: ৯০% বাংলাদেশি উচ্চ ঝুঁকিতে ◈ নতুন আইনে বাতিল হচ্ছে অসংখ্য দলিল, রয়েছে জেল ও অর্থদণ্ড ◈ পুলিশ ভেরিফিকেশন বাতিল: পাসপোর্টের নতুন নিয়মে চমক ◈ আনন্দ বেদনার নারী কাবাডি বিশ্বকাপের পর্দা নাম‌লো ◈ মব ভাইরাসের তাণ্ডবে অতিষ্ট দেশ: ইসলামী বক্তা তাহেরী (ভিডিও) ◈ অনলাইন মার্কেটপ্লেসে নতুন দিগন্ত: অ্যামাজন-ইবে হয়ে রপ্তানির অনুমতি দিল বাংলাদেশ ব্যাংক

প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২৫, ১০:৪৪ রাত
আপডেট : ২৫ নভেম্বর, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আনন্দ বেদনার নারী কাবাডি বিশ্বকাপের পর্দা নাম‌লো

স্পোর্টস ডেস্ক : ভারত-চাইনিজ তাইপের মধ্যকার জমজমাট এক ফাইনাল আর ভারতের শিরোপা জয়ের মধ্য দিয়ে পর্দা নামলো দ্বিতীয় নারী কাবাডি বিশ্বকাপের। সফল এক আয়োজনে স্বাগতিক ঢাকা স্মরণীয় হয়ে থাকবে নারী কাবাডির ইতিহাসে। 

বিশ্বকাপটা স্মরণীয় হয়ে থাকবে ভারতীয় তারকা সাঞ্জু দেবীরও। দেশের হয়ে শিরোপা জয়ের পাশাপাশি টুর্নামেন্টের সবচেয়ে দামী খেলোয়াড়ও হয়েছেন তিনি। খালি হাতে শেষ করেনি বাংলাদেশও, জিতেছে ব্রোঞ্জ। আর ব্যক্তিগতভাবে আসর সেরা ডিফেন্ডারের পুরস্কার জিতে টুর্নামেন্টটাকে স্মরণীয় করে রেখেছেন লাল সবুজ দ‌লের স্মৃতি আক্তার।

দলীয় পুরস্কারের পাশাপাশি তিনটি ব্যক্তিগত পুরস্কার দেওয়া হয়েছে সমাপনীতে। তৃতীয় ব্যক্তিগত পুরস্কারটি জিতেছেন চাইনিজ তাইপের মিন লিন। আসরের সেরা রেইডার হয়েছেন তিনি। 

সমাপণী অনুষ্ঠাণে প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় সচিব মো: মাহবুব-উল-আলম। চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দিয়েছেন তিনি। তাঁর সঙ্গে বিজয়ীদের পদক পড়িয়ে দিয়েছেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের দুই সহ-সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোতাহার হোসেন ও হাফিজুর রহমান এবং সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ।  

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এশিয়ান কাবাডি ফেডারেশনের সভাপতি আব্বাস আভারসেজি, প্রো কাবাডির লিগ কমিশনার অনুপম গোস্বামী, আন্তর্জাতিক কাবাডি ফেডারেশনের পরিচালক তেজস্বী সিং গেলত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়