শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:১২ রাত
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:১২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যেসব আদব-কায়দা থাকা দরকার বড়দের

অনলাইন ডেস্ক : আদব-কায়দা মানে মানুষের মার্জিত, রুচিশীল আচরণ। এ মার্জিত আচরণ করতে অর্থ খরচের প্রয়োজন হয় না। দরকার শুধু আপনার ইচ্ছাশক্তি। অভিজাত-রুচিশীল মানুষ খুব সরল কিছু নিয়ম মেনে চলেন- যথাযথ মার্জিত কথাবার্তা, সৌজন্যবোধ, আবেগ নিয়ন্ত্রণ এবং পরিচ্ছন্ন পোশাক।

প্রত্যেক মানুষেরই অনুসরণ করা উচিত এমন ১৫টি আদব-কায়দার কথা তুলে ধরা হলো-

১. ধরুন আপনি কারো সঙ্গে হাঁটছেন। হঠাৎ আপনার সঙ্গীর সঙ্গে তার পরিচিত একজনের দেখা হয়ে গেল এবং তারা কুশল বিনিময় করলেন। এ সময় আপনারও উচিত হবে কুশল বিনিময় করা, যদি সেই তৃতীয় ব্যক্তি আপনার পরিচিত না-ও হয়ে থাকে।

২. যখন কারো সঙ্গে কোথাও দেখা করতে যাবেন, তখন আপনার স্মার্টফোন বা ট্যাবলেট টেবিলের ওপর রাখবেন না। রাখলে মনে হবে, তার সঙ্গে সাক্ষাতের চেয়ে ফোন বা ট্যাবলেটটাই আপনার কাছে বেশি গুরুত্বপূর্ণ। এই সময় যদি আপনি ফেসবুক অ্যাকাউন্ট চেক করতে বসেন, তাহলে সেটা অন্যদের ক্ষুব্ধ করে তুলতে পারে।

৩. যখনই কারো সাহায্য পাবেন, তাকে ধন্যবাদ দিতে ভুলবেন না।

৪. মেয়েদের কাছে ছাতা ধার চাইতে পারেন, কিন্তু কোনো অবস্থায়ই তাদের ব্যাগ চাওয়া যাবে না।

৫. কারো সঙ্গে অযথা ফোনে দীর্ঘ সময় কথা বলা উচিত না। যদি কারো সঙ্গে আড্ডা দিতে ইচ্ছে করে, তাহলে ফোন করে সরাসরি তার সঙ্গে সাক্ষাতের সময় চেয়ে নিন।

৬. কখনো কারো দিকে আড়চোখে, স্থিরদৃষ্টিতে বা হাঁ করে তাকিয়ে থাকা উচিত না।

৭. অনেক লোকের মাঝে বসে অতি উচ্চস্বরে কথা বলা এবং হাসা কোনোটাই শোভন নয়।

৮. বৃষ্টির সময় অবশ্যই খেয়াল রাখবেন, আপনার গাড়ি যেন পথচারীদের ওপর পানি, কাদা ছিটিয়ে না দিয়ে যায়।

৯. কখনো যদি কারো কাছে ক্ষমা চাইতে হয় এবং আপনার ক্ষমা প্রার্থনা গৃহীত হয়, তাহলে নিশ্চিত করুন যে, এ ধরনের ভুল আপনার দ্বারা ভবিষ্যতে আর হবে না।

১০. একজন ভদ্র পুরুষ মানুষ অবশ্যই সব নারীর প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করেন।

১১. নয়টি ব্যাপার অবশ্যই গোপন রাখা উচিত- বয়স, ধর্ম, চিকিৎসা-বিষয়ক তথ্য, উপহার, পারিবারিক ঝগড়া, সম্পদ, প্রেম, সম্মান ও অপমান।

১২. ফ্যাশন খুবই গুরুত্বপূর্ণ বিষয়, তবে একা একা কোনো ট্রেন্ড অনুসরণ করা উচিত নয়, কারণ তাহলে সাধারণের মাঝে আপনাকে কিম্ভূতকিমাকার মনে হতে পারে।

১৩. যখন কোনো কক্ষে প্রবেশ করবেন, তখন আপনার পদ, বয়স এবং পেশা বিবেচনায় না নিয়ে উপস্থিত সবাইকে সম্ভাষণ জানাবেন।

এসব নিয়ম-কানুন আপনাকে একজন রুচিশীল, মর্যাদাবান মানুষ হয়ে উঠতে সহায়তা করবে। আমাদের আচরণগুলো এভাবে মার্জিত হলে পৃথিবীটাও আরো সুন্দর হয়ে উঠবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়