শিরোনাম
◈ প্রবাসী ভোটারদের সতর্কতা: ঘোষণাপত্রে স্বাক্ষর না দিলে পোস্টাল ভোট বাতিল ◈ তত্ত্বাবধায়ক সরকার প্রধানের বিষয়ে যা জানালেন শিশির মনির ◈ বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় প্রতিষ্ঠার চূড়ান্ত অনুমোদন ◈ ১৯ দিনে প্রবাসী আয় ২ বিলিয়ন ডলার ◈ ডাকসু সদস্য রাফিয়ার বাড়িতে ককটেল নিক্ষেপ, আগুন ◈ জার্মা‌নি‌কে হা‌রি‌য়ে নারী কাবা‌ডি বিশ্বকা‌পের সেমিফাইনালের পথে ভারত ◈ ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবকে কেবল দুধেল গাভী হিসেবে দেখেন ◈ সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যদের প্রধান উপদেষ্টার শুভেচ্ছা ◈ নারী বিশ্বকাপ কাবা‌ডি‌তে চাই‌নিজ তাই‌পের কা‌ছে হে‌রে গে‌লো ইরান ◈ ভারতের অসহায় সখিনা বেগম ঢাকার আদালতে, জামিন হয়নি শুনে অঝোরে কাঁদলেন মেয়ে

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:২৭ সকাল
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শামসুজ্জামান দুদু বললেন, বিএনপি স্বৈরতন্ত্রে ‘না’ বলেছে, ভালো কাজে ‘না’ নয়

লিয়ন মীর : প্রধানমন্ত্রীর চা-চক্র আমন্ত্রণে বিএনপির না, ঢাকা উত্তর সিটি ও উপজেলা নির্বাচনেও না, নির্বাচিত হয়ে সংসদে শপথ নিতেও না, আলোচনায়ও না, আন্দোলনেও না। এ রকম বিএনপির আরো যতো না রয়েছে সেই না না সম্পর্কে জানতে চাইলে, দলটির ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, আমাদের আরো একটি না রয়েছে, সেটা হচ্ছে স্বৈরতন্ত্রে যাবো না, গণতন্ত্রে ফিরবো। ভালো কাজে কোনো না নয়।

এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে তিনি বলেন, যারা মুক্তিযুদ্ধের বিপক্ষে অবস্থান নেয় আমরা তো তাদের সাথে যাবো না। শহীদের রক্তের সাথে যারা বেঈমানী করছে, উপহাস করেছে, তাদের সাথে তো আমরা যাবো না। যে নির্বাচন বিশ্বব্যাপী বাংলাদেশকে ছোট করেছে, মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত গৌরব মলিন করেছে, আমরা তো তাদের সাথে যাবো না। কেননা বাংলাদেশের একমাত্র দল বিএনপি- যে দলটি গণতন্ত্রের প্রশ্নে কখনো আপস করেনি।

তিনি বলেন, যারা স্বৈরতন্ত্রের পক্ষে অবস্থান নিয়েছে, মুক্তিযুদ্ধের বিপক্ষে অবস্থান নিয়েছে, রাজনীতিকে কলুষিত করেছে, তাদের দৃষ্টিতে এটা হচ্ছে না। কিন্তু যারা স্বৈরতন্ত্রের বিপক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষে, গণতন্ত্রের পক্ষে, সুষ্ঠু রাজনীতির পক্ষে তাদের কাছে বিএনপির এই অবস্থান ‘না’ নয়।

তিনি আরো বলেন, যতো ভালো কাজ সেখানে আওয়ামী লীগের না। গণতন্ত্রে আওয়ামী লীগের না, সুষ্ঠু রাজনীতিতে আওয়ামী লীগের না, আইনের শাসনে আওয়ামী লীগের না। আমাদের তো এগুলোতে না নেই, হ্যাঁ বলে আসছি এবং এখনো বলছি। এটা যারা বুঝতে পারে তারা আসলে বাংলাদেশের পক্ষে, গণতন্ত্রের পক্ষে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়