শিরোনাম
◈ গভীর রাতে সীমান্তে ৭৫০ জনকে পুশইন চেষ্টা, বিজিবি ও জনতার প্রতিরোধে পিছু হটলো বিএসএফ ◈ আর্জেন্টিনা দলে ফিরলেন মেসি, খেলবেন চিলি ও কলম্বিয়ার বিরুদ্ধে  ◈ রা‌শিয়ার `সম্রাট" বিশ্বের সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র, দাম ৩৫ মি‌লিয়ন ডলার ◈ ভারত ও পাকিস্তানের মধ্যে পরমাণু যুদ্ধের ঝুঁকি আসলে কতটা? ◈ নয়া কৌশলে মাঠে নেমেছে আওয়ামী লীগ ! ◈ ভারতের আরও একটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি পাকিস্তানের, চারদিনে উত্তপ্ত সীমান্ত সংঘর্ষ ◈ এবার মমতাজের তৃতীয় স্বামী যে চাঞ্চল্যকর তথ্য দিলেন! ◈ মিশা সওদাগরকে ঘিরে ভাইরাল মারধরের ভিডিও ভুয়া, হাঁটুর অস্ত্রোপচারের জন্যই হাসপাতালে ◈ কাতারের ৪০০ মিলিয়ন ডলারের বিমান 'উপহার': ট্রাম্পের বিপক্ষে যাচ্ছেন তার সমর্থকরাও ◈ দুই ম্যাচ আ‌গেই সৌ‌দি প্রো লি‌গে শিরোপা জিতলো আল ই‌তিহাদ

প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:১৭ সকাল
আপডেট : ০২ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছুটিতে আনুশকার সঙ্গে অন্তরঙ্গ সময় কাটছে কোহলির

স্পোর্টস ডেস্ক : আপাতত তিনি ছুটিতে। সময় কাটাচ্ছে স্ত্রী আনুশকা শর্মার সঙ্গে। কিন্তু যেখানেই থাকুন না কেন তিনি যে দারুণ সময় কাটাচ্ছে সেটা তার ফ্যানদের সঙ্গে ভাগাভাগি করে নিতে ভোলেন না বিরাট কোহলি। শুক্রবার আনুশকা ও তার ছবি নিয়েই মেতে থাকল সোশ্যাল মিডিয়া।

যেখানে দেখা যাচ্ছে বিরাটের গলায় হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছেন অনুষ্কা। দু'জনেই তাকিয়ে একে অপরের দিকে। যা দেখে নেট জগৎ রীতিমতো পাগল হয়ে গিয়েছে।

[caption id="attachment_781701" align="aligncenter" width="960"] এভাবেই আনুশকাকে জড়িয়ে ধরে ভক্তদের জানিয়েছেন কিভাবে সময় কাটাচ্ছেন কোহলি। ছবি : টুইটার[/caption]

অস্ট্রেলিয়া সফরের শুরু থেকে টানা খেলছিলেন। যে কারণে বিশ্বকাপের কথা মাথায় রেখে চূড়ান্ত চাপ থেকে একটু বিশ্রাম দেওয়ার কথা ভেবেছিল বিসিসিআই বিরাটকে। সেই মতো নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ দুটো ওডিআই ও টি২০ সিরিজের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে রোহিত শর্মার হাতে।

যদিও বিরাট কোহলি ছুটিতে যেতেই ভারতীয় দল জোড় ধাক্কা খেয়েছে। চতুর্থ ওডিআই-এ লজ্জার হারের মুখে পড়তে হয়েছে। বৃহস্পতিবার ৯২ রানে অল-আউট হয়ে যায় ভারত। সহজেই আট উইকেটে সেই ম্যাচ জিতে নেয় নিউজিল্যান্ড। ভারতের ঘুরে দাঁড়ানোর জন্য রয়েছে আরও একটা ম্যাচ। যদিও এই ম্যাচ হারের আগেই পাঁচ ম্যাচের সিরিজ ৩-০তে জিতে নিয়েছিল ভারত।

তবে এই সব থেকে দূরে আপাতত মানসিকভাবে নিজেকে বিশ্রাম দিচ্ছেন বিরাট কোহলি। অস্ট্রেলিয়া সফরের দ্বিতীয় টেস্ট থেকেই ভারতীয় দলের সঙ্গে রয়েছেন অনুষ্কা শর্মা। বিরাট কোহলি যে দাবি সব সময়ই করে এসেছে, প্লেয়ারদের স্ত্রী ও বান্ধবীদের বিদেশ সফরের দলের সঙ্গে থাকতে দেওয়া হোক। তাতে দলের মানসিকতা ভাল থাকে। কিন্তু তা নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি। কিন্তু স্ত্রী অনুষ্কাকে এই পুরো সফরেই তিনি নিজের সঙ্গেই রেখেছিলেন। এনডিটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়