শিরোনাম
◈ লোহাগড়ায় দুর্বৃত্তের গুলিতে সাবেক ইউপি চেয়ারম্যানের মৃত্যু ◈ সাধারণ পরিষদে ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার প্রস্তাব পাস  ◈ জিম্বাবুয়ের বিরুদ্ধে টানা চার জয় বাংলাদেশের ◈ বন্দি ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনীর অমানবিক নির্যাতনের তথ্য-ছবি ফাঁস ◈ যুক্তরাষ্ট্র ও ইউরোপে ফিলিস্তিনিদের পক্ষে আন্দোলন ঠেকাতে দমনপীড়ন, নিন্দা জানালেন পররাষ্ট্রমন্ত্রী  ◈ গাজার রাফাহজুড়ে ইসরায়েলি বাহিনীর হামলা ও বোমাবর্ষণ ◈ কোনো ভর্তুকি ছাড়াই নিজস্ব আয় থেকে উড়োজাহাজের মূল্য পরিশোধ করছে বিমান ◈ অ্যাস্ট্রাজেনেকার টিকা শেষ, এখন চলবে ফাইজার: স্বাস্থ্যমন্ত্রী ◈ অবসরের পর দুবোন মিলে টুঙ্গিপাড়ায় থাকবো: প্রধানমন্ত্রী (ভিডিও) ◈ শাহ আমানতে এয়ার এরাবিয়ার বিমানে ব্রেকে ত্রুটি, অল্পের জন্য রক্ষা পেলেন ২০০ আরোহী

প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০১৮, ০৩:২১ রাত
আপডেট : ১৫ সেপ্টেম্বর, ২০১৮, ০৩:২১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৮ হাজার টাকায় শ্রমিকের সংসার চলার কথা না

রোকেয়া চৌধুরী বেবী : দেশের সার্বিক দিক বিবেচনা করলে আসলে ৮ হাজার টাকা দিয়ে কারো পক্ষেই সংসার চালানো সম্ভব নয়। বর্তমানে দ্রব্যমূল্যের যে উর্ধ্বগতি, তারপর বাড়ি ভাড়া এবং চিকিৎসা সেবা নেয়ার জন্য এটি আসলে পর্যাপ্ত নয়। মানুষের যে মৌলিক অধিকারÑঅন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা এগুলোর কথা চিন্তা করলে, একজন শ্রমিকের ৮ হাজার টাকায় সংসার চলার কথা না। তাদেরকে ১৬ হাজার বা ১৮ হাজার টাকা দিতে হবে এটি বিষয় না। বিষয় হচ্ছে, একজন শ্রমিক যেন তার পাঁচটি মৌলিক অধিকার প্রতিষ্ঠা করতে পারে এমন একটি বেতন কাঠামো ঠিক করতে হবে বা নির্ধারণ করতে হবে। এটি যদি করা না যায়, তাহলে বিশ্বের বুকে বাংলাদেশের পোষাক শিল্পের যে সুনাম আছে সেটি ক্ষুণœ হবে। পোষাক শিল্প দিন দিন অবনতির দিকে অগ্রসর হবে।  যেখানে রাষ্ট্রায়ত্ত খাতের শ্রমিকদের নি¤œতম মজুরি ১৮ হাজার টাকা করা হয়েছে, সেখানে গার্মেন্ট শ্রমিকদের নি¤œতম মজুরি অর্ধেকেরও কম। এটি একটি চরম বৈষম্য।

আমাদের একটি বিষয় চিন্তা করা উচিত, আমাদের দেশের পণ্য রপ্তানির আয়ের ৮৪ শতাংশ আসে এই পোষাক খাত থেকে। তাই আমার মনে হয়, তাদের মজুরি যেভাবে নির্ধারণ করা উচিত ছিলো, সেভাবে করা হয়নি। বর্তমান বাজারে ৮ হাজার টাকা দিয়ে কারো পক্ষে জীবন ধারণ করা এবং উৎপাদন অব্যাহত রাখা সম্ভব নয়। তাই আমি মনে করি, দেশের পোষাক শিল্প টিকিয়ে রাখতে এবং বিশ্বের বুকে পোষাক শিল্পের সুনাম অক্ষুণœ রাখতে শ্রমিকদের বেতন কাঠামোর ব্যপারে আরো ভেবেচিন্তে সিদ্ধান্ত নেয়া উচিত।

পরিচিতি : যুগ্ম-সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর (দক্ষিণ), বিএনপি/মতামত গ্রহণ : ফাহিম আহমাদ বিজয়/সম্পাদনা : রেজাউল আহসান

  • সর্বশেষ
  • জনপ্রিয়