শিরোনাম
◈ সংসদ সদস্য আজিমের অবস্থান জেনেছে ভারত পুলিশ ◈ মঙ্গলবার দ্বিতীয় ধাপে ১৫৬ উপজেলায় ভোট ◈ বিধ্বস্ত হওয়ার আগে হেলিকপ্টারে কী করছিলেন ইরানের প্রেসিডেন্ট প্রকাশ্যে ‘শেষ’ ভিডিও ◈ সৈয়দপুর বিমানবন্দরের রানওয়েতে ফাটল, প্লেন চলাচলে বিঘ্ন ◈ ইসরায়েলি প্রধানমন্ত্রী ও হামাস প্রধানের বিরুদ্ধে আইসিসিতে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন ◈ নিরপরাধ মানুষরাই সরকারি নিপীড়নের শিকার হচ্ছেন: মির্জা ফখরুল ◈ বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডিতে ১২ দেশ অংশ নিচ্ছে  ◈ নিরপেক্ষতা ক্ষুণ্ন হওয়ায় দুই ওসিকে প্রত্যাহার করলো ইসি  ◈ ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক ◈ ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর শোক

প্রকাশিত : ১০ মে, ২০২৪, ০৯:৫৯ রাত
আপডেট : ১১ মে, ২০২৪, ০২:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জিম্বাবুয়ের বিরুদ্ধে টানা চার জয় বাংলাদেশের

আহমেদ ফয়সাল: [২] টস হেরে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকারের ১০১ রানের পার্টনারশীপে জিম্বাবুয়ের বিরুদ্ধে বড় স্কোরের সম্ভাবনা জেগেছিলো। এই জুটি ভেঙে যাওয়ার পর সাকিব আল হাসান, অধিনায়ক শান্ত, তাওহিদ হৃদয়, জাকের আলি অনিক, রিশাদ হোসেন ও তাসকিনরা আসা যাওয়ার মিছিলে যেনো অংশ নিলেন। ফলে ১৪৩ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। জিম্বাবুয়ের লক্ষ্য দাঁড়ায় ১৪৪ রানে।

[৩] জবাবে ব্যাট করতে নেমে কোনো রান যোগ না করতেই উইকেট হারায় জিম্বাবুয়ে। এরপর মারুমানি ও সিকান্দার রাজা জুটি গড়ার চেষ্টা করেন। উভয়ে যথাক্রমে ১৪ ও ১৭ রান করে সাজঘরে ফেরেন। দলটির পক্ষে সর্বোচ্চ ৩১ রান করেন জোনাথন ক্যাম্পবেল। বাকিদের মধ্যে রায়ান বার্ল ১৯ এবং ওয়েলিংটন মাসাকাদজা ১৯ রানে অপরাজিত থাকলেও ম্যাচ জেতাতে পারেননি। বাংলাদেশ ম্যাচটি জিতে নেয় ৫ রানে।

[৪] বোলিংয়ে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন সাকিব আল হাসান। এছাড়া মোস্তাফিজুর রহমান ৩ টি, তাসকিন আহমেদ ২ টি এবং রিশাদ ১ উইকেট নেন। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

এএফ/এসবি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়