শিরোনাম
◈ সংসদ সদস্য আজিমের অবস্থান জেনেছে ভারত পুলিশ ◈ মঙ্গলবার দ্বিতীয় ধাপে ১৫৬ উপজেলায় ভোট ◈ বিধ্বস্ত হওয়ার আগে হেলিকপ্টারে কী করছিলেন ইরানের প্রেসিডেন্ট প্রকাশ্যে ‘শেষ’ ভিডিও ◈ সৈয়দপুর বিমানবন্দরের রানওয়েতে ফাটল, প্লেন চলাচলে বিঘ্ন ◈ ইসরায়েলি প্রধানমন্ত্রী ও হামাস প্রধানের বিরুদ্ধে আইসিসিতে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন ◈ নিরপরাধ মানুষরাই সরকারি নিপীড়নের শিকার হচ্ছেন: মির্জা ফখরুল ◈ বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডিতে ১২ দেশ অংশ নিচ্ছে  ◈ নিরপেক্ষতা ক্ষুণ্ন হওয়ায় দুই ওসিকে প্রত্যাহার করলো ইসি  ◈ ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক ◈ ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর শোক

প্রকাশিত : ১০ মে, ২০২৪, ১০:৪০ রাত
আপডেট : ১০ মে, ২০২৪, ১০:৪০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গুচ্ছের ‘সি’ ইউনিটের পরীক্ষায় জবি কেন্দ্রে উপস্থিতির হার ৮৭.২৯ শতাংশ

অপূর্ব চৌধুরী: [২] ২০২৩-২৪ শিক্ষাবর্ষে গুচ্ছের ‘সি’ (বাণিজ্য) ইউনিটের ভর্তি পরীক্ষায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রে উপস্থিত ছিলেন ৮৭.২৯ শতাংশ পরীক্ষার্থী। জবি ক্যাম্পাস ও দুইটি উপকেন্দ্রে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় মোট  ১৭ হাজার ২৩৮ জন পরীক্ষার্থীর আসন বিন্যাস সাজানো হয়। এর মধ্যে পরীক্ষায় অংশ নেয় ১৫ হাজার ৪৭ জন।

[৩] শুক্রবার এসব তথ্য জানান জবির বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মোর্শেদ ভূইয়া ও গুচ্ছের টেকনিক্যাল কমিটির জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি অধ্যাপক ড. মো. জুলফিকার মাহমুদ। 

[৪] এদিন সকাল ১১টা থেকে শুরু হয়ে বেলা ১২টায় পরীক্ষা শেষ হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ এবং ঢাকা গভ. মুসলিম হাইস্কুলে আসন বিন্যাস সাজানো হয় পরীক্ষার্থীদের। তিনটি কেন্দ্রে মোট ২ হাজার ১৯১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

[৫] জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পরীক্ষা চলাকালীন বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির যুগ্ম আহবায়ক ও জবি উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম।

[৬] এ সময় তিনি বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রে কোন ধরনের অনাকাঙিক্ষত ঘটনা ছাড়াই ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। পরীক্ষা চলাকালীন সময়ে কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ভর্তির সকল কার্যক্রম ১৫-১৬ মে এর মধ্যে সম্পন্ন হবে।  তাই জবিতে ১৫ জুলাইয়ের মধ্যেই ক্লাস শুরু হতে পারে। 

[৭] এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হুমায়ুন কবীর চৌধুরী, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মোর্শেদ ভূইয়া, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. হোসনে আরা বেগম,সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল হোসেন, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. এস.এম মাসুম বিল্লাহ,বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম ও প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। সম্পাদনা: কামরুজ্জামান

এসি/কে/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়