শিরোনাম
◈ ১৫৬ উপজেলায় ভোট আজ ◈ সংসদ সদস্য আজিমের অবস্থান জেনেছে ভারত পুলিশ ◈ বিধ্বস্ত হওয়ার আগে হেলিকপ্টারে কী করছিলেন ইরানের প্রেসিডেন্ট প্রকাশ্যে ‘শেষ’ ভিডিও ◈ সৈয়দপুর বিমানবন্দরের রানওয়েতে ফাটল, প্লেন চলাচলে বিঘ্ন ◈ ইসরায়েলি প্রধানমন্ত্রী ও হামাস প্রধানের বিরুদ্ধে আইসিসিতে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন ◈ নিরপেক্ষতা ক্ষুণ্ন হওয়ায় দুই ওসিকে প্রত্যাহার করলো ইসি  ◈ ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক ◈ ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর শোক ◈ বাণিজ্য প্রতিমন্ত্রীকে কঠোরভাবে বাজার তদারকির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ◈ প্রতি বছর এপ্রিলের গরম ৪০ ডিগ্রি ছাড়াবে, বলছে রিপোর্ট

প্রকাশিত : ১১ মে, ২০২৪, ১২:২১ রাত
আপডেট : ১১ মে, ২০২৪, ১২:২১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মানিকগঞ্জে পোস্টার টাঙানো নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, গোলাগুলি

নিজস্ব প্রতিবেদক: জেলার শিবালয় উপজেলা পরিষদের নির্বাচনে পোস্টার লাগানোকে কেন্দ্র করে প্রতিদ্বন্দী দুই প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গোলাগুলি ও সড়ক অবরোধের ঘটনাও ঘটেছে। 

জানা গেছে, উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা রেজাউর রহমান খানের (আনারস প্রতীক) দুই কর্মী জনি ও সিয়াম শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে বোয়ালী ডাক্তারখানা এলাকায় পোস্টার  টাঙাতে যায়। এ নিয়ে প্রতিপক্ষ প্রার্থী আব্দুর রহিম খানের  (দোয়াত কলম প্রতীক) সমর্থকরা তাদের মারপিট করে। এ সময় উভয় পক্ষের নেতা-কর্মীরা উপস্থিত হলে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। 

এ সময় রেজাউর রহমান খানের ছেলে রনি ও অন্যরা ঘটনাস্থলে হুমকি ও গোলাগুলি করে বলে অভিযোগ রয়েছে। উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে রহিম খানের লোকজন ঢাকা-আরিচা মহাসড়কের বোয়ালী বাসষ্ট্যান্ডে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেয়। খবর পেয়ে পুলিশ এসে অবস্থান নিলেও পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারেনি। 

পরে মানিকগঞ্জ-১ আসনে এমপি, পুলিশ সুপারসহ কর্মকর্তাগণ উপস্থিত হয়ে আলোচনায় বসেন। আলোচনার ভিত্তিতে আড়াই ঘন্টা পর পরিস্তিতি স্বাভাবিক হয়। 

এসএম জাহিদ এমপি শিবালয় থানা সামনে আয়োজিত সমাবেশে বলেন, যে ঘটনা ঘটেছে এর সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের গ্রেপ্তারের ব্যবস্থা নেয়া হবে। কেউ আইন নিজের হাতে তুলে নিতে পারেনা। যারা অরাজক পরিস্থিতি ঘটিয়ে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায় তাদের ছাড় দেয়া হবে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়