শিরোনাম
◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০১৮, ১০:৪৭ দুপুর
আপডেট : ২৩ জানুয়ারী, ২০১৮, ১০:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দাভোসে ক্রিস্টাল অ্যাওয়ার্ড পেলেন শাহরুখ

পরাগ মাঝি : সুইজারল্যান্ডের দাভোসে ২৪ তম ক্রিস্টাল অ্যাওয়ার্ড পেলেন কিং খান খ্যাত ভারতীয় সুপারহিরো শাহরুখ খান। শিশু ও মহিলাদের জন্য সেবামূলক কাজের জন্য ‘দ্য ওয়ার্ল্ড ইকনমিক ফোরাম’ তাকে ওই সম্মান জানায়। শাহরুখের সঙ্গে সঙ্গীতশিল্পী স্যর এল্টন জন এবং অস্ট্রেলীয় অভিনেত্রী কেট ব্ল্যানচেটকেও পুরস্কৃত করা হয়েছে।

পুরস্কারের জন্য কৃতজ্ঞতা জানিয়ে শাহরুখ বলেন, ‘একই মঞ্চে পুরস্কৃত করা হয়েছে স্যর এল্টন জন এবং কেট ব্ল্যানচেটের মতো দুই অসাধারণ মানুষকে। এটা আমার কাছে সত্যিই গর্বের।’

মানবতা এবং মানবিক মূল্যবোধের উদাহরণ সৃষ্টির জন্য মীর ফাউন্ডেশনের পক্ষ থেকে ওই পুরস্কারটি গ্রহণ করেন প্রতিষ্ঠাতা শাহরুখ। মীর ফাউন্ডেশন মূলত কাজ করে এসিড হামলার শিকার ও দুর্ঘটনায় পুড়ে যাওয়া নারীদের নিয়ে। তাদের চিকিৎসা, আইনি সহায়তা, কারিগরি শিক্ষা প্রদান, পুনর্বাসন এবং সর্বোপরি তাদের নতুন করে বাঁচার প্রেরণা যোগায় মীর।

এছাড়াও শাহরুখ খান ক্যান্সার আক্রান্ত শিশুদের জন্য হাসপাতালে বিশেষায়িত ওয়ার্ড নির্মাণ ও তাদের চিকিৎসার সুব্যবস্থা করেন।
পুরস্কার মঞ্চে অভিনেত্রী কেট ব্ল্যানচেটের সঙ্গে সেলফি তোলার আবদার করেন শাহরুখ। এসময় ব্ল্যানচেটকে তিনি বলেন, ‘এই ছবি দেখে আমার ছেলেমেয়েরা হিংসে করবে।’ জি নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়