শিরোনাম
◈ একপাক্ষিক নির্বাচনের শঙ্কা জামায়াত- এনসিপির, কী বলছে ইসি? ◈ স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি করে হত্যা: সিসিটিভি ফুটেজে যা দেখা গেল (ভিডিও) ◈ এলপিজি নিয়ে সংকট: বৃহস্পতিবার থেকে বিক্রি বন্ধের হুঁশিয়ারি ব্যবসায়ী সমিতির ◈ জকসু নির্বাচনে শীর্ষ তিন পদেই ছাত্রশিবির সমর্থিত প্যানেলের জয় ◈ বি‌পিএল, সিলেট টাইটান্স‌কে হারিয়ে আবার শী‌র্ষে চট্টগ্রাম রয়‌্যালস ◈ ট্রাম্প ভেনেজুয়েলার যা করেছেন, চাইলে বাংলাদেশেও করুন, কিন্তু খেলোয়াড় কেন: জম্মু–কাশ্মীরের মুখ্যমন্ত্রী ◈ এবার লিটন দাসের চুক্তিও বাতিল করল ভারতীয় প্রতিষ্ঠান! ◈ বড় বাজারে অর্ডার কম, নতুন বাজারেও ধাক্কা: পোশাক রফতানিতে চ্যালেঞ্জ ◈ এবারের নির্বাচন লাইনচ্যুত রেলকে লাইনে ফেরানোর চেষ্টা: নির্বাচন কমিশনার সানাউল্লাহ ◈ রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা

প্রকাশিত : ০৬ জানুয়ারী, ২০২৬, ০৭:০৬ বিকাল
আপডেট : ০৭ জানুয়ারী, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান, বাংলাদেশি তরুণীর অভিযোগে শিলিগুড়িতে প্রেমিক আটক

ভালোবাসার টানে কাঁটাতার ও সীমান্তের বাধা উপেক্ষা করে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের শিলিগুড়িতে এসে হাজির হলেন এক বাংলাদেশি তরুণী। তবে রোমান্টিক গল্পের মতো সুখের পরিসমাপ্তি হয়নি এই প্রেমের। 

শিলিগুড়িতে এসে বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যানের পরই প্রেমিকের বিরুদ্ধে মামলা দায়ের করেন ওই তরুণী। তার অভিযোগের ভিত্তিতে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের অন্তর্গত ভক্তিনগর থানা স্থানীয় যুবক রাকেশ রায়কে আটক করে। এই ঘটনাকে কেন্দ্র করে শিলিগুড়ি মহকুমাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগকারী বাংলাদেশি তরুণীর সঙ্গে আটক রাকেশ রায়ের প্রায় দুই বছরেরও বেশি সময় ধরে পরিচয় ছিল। সেই সূত্র ধরেই ওই তরুণী বৈধ পাসপোর্ট ও ভিসায় ভারতে আসেন। শিলিগুড়িতে থাকাকালীন রাকেশ ও ওই তরুণীকে বিভিন্ন সময় একসঙ্গে দেখাও গেছে। তবে বিয়ের প্রসঙ্গ উঠতেই প্রেমিক রাকেশ আপত্তি জানান। 

অভিযোগ রয়েছে, বিয়ের প্রস্তাব দেওয়ার পর ওই তরুণীকে হুমকি ও হয়রানিও করেন রাকেশ। এরই মধ্যে ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় বাংলাদেশি তরুণী নিজ দেশে ফিরে যেতে বাধ্য হন। পুলিশ সূত্র আরও জানায়, রাকেশ ধারণা করেছিলেন ওই তরুণী আর ভারতে ফিরে আসবেন না। তবে নতুন করে ভিসা নিয়ে ফের শিলিগুড়িতে আসেন ওই তরুণী। সেখানে এসে প্রেমিককে খুঁজে না পেয়ে তিনি পুলিশের দ্বারস্থ হন।

পরবর্তীতে ভক্তিনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই বাংলাদেশি তরুণী। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ এবং সোমবার (৫ জানুয়ারি) অভিযুক্ত রাকেশ রায়কে আটক করা হয়। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন।

পুলিশ জানিয়েছে, আটক যুবককে আদালতে তোলা হয়েছে। একই সঙ্গে এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা, বাংলাদেশি তরুণীর অভিযোগের সত্যতা এবং এর পেছনে অন্য কোনও অপরাধমূলক দিক রয়েছে কিনা- সেসব বিষয়ও খতিয়ে দেখা হচ্ছে। উৎস: বিডি-প্রতিদিন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়