নিজস্ব প্রতিবেদক : সিন্ডিকেট চক্র বায়রাকে গ্রাস করেছে। তাই শ্রমবাজারের স্বার্থে দুর্নীতি ও সিন্ডিকেটমুক্ত বায়রা প্রতিষ্ঠা করে সকল ব্যবসায়ীদের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছেন বায়রা সম্মিলিত সমন্বয় ফ্রন্টের নেতারা। নেতৃবৃন্দ বলেন, জনশক্তি রপ্তানি ও রেমিটেন্স আয় বৃদ্ধির লক্ষ্যে কোনো সিন্ডিকেটকে আর প্রশ্রয় দেয়া হবে না। সকল শ্রমবাজারকে সিন্ডিকেটমুক্ত করার পাশাপাশি বন্ধকৃত শ্রমবাজার পুনরুদ্ধার এবং ইউরোপে দক্ষ কর্মীর চাহিদা পূরণে বায়রার মাধ্যমে আধুনিক ট্রেনিং সেন্টার চালু করা হবে। সোমবার রাতে রাজধানীর হোটেল সোনারগাঁয়ে বায়রা সম্মিলিত সমন্বয় ফ্রন্টের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভা ও প্যানেল পরিচিতি অনুষ্ঠানে এসব কথা বলেন, বায়রার সাবেক শীর্ষ নেতৃবৃন্দ।
বায়রার সাবেক যুগ্ম মহাসচিব নুরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ও প্যানেল লিডার হিসেবে উপস্থিত ছিলেন বায়রার সাবেক সভাপতি ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা এম এ এইচ সেলিম। বায়রার সাবেক ইসি সদস্য মোহাম্মদ আলী ও হক জহিরুল ইসলাম জু’র সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বায়রার সাবেক সিনিয়র সহসভাপতি রিয়াজ-উল-ইসলাম, বায়রার যুগ্ম মহাসচিব মো.ফখরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজ মিয়া, মফিজ উদ্দীন, কাজী সাখাওয়াত হোসেন লিন্টু, আকবর হোসেন মঞ্জু, বীর মুক্তিযোদ্ধা মো. তাজুল ইসলাম, মাঈনুদ্দিন, আব্দুল মান্নান, মতিউর রহমান মতি প্রমুখ।
প্রার্থীদের পরিচয় করে প্রধান অতিথির বক্তব্যে এম এ এইচ সেলিম আসন্ন বায়রা নির্বাচনে বায়রা সম্মিলিত সমন্বয় ফ্রন্টকে পুর্নপ্যানেলে বিজয়ী করার অনুরোধ জানান। তিনি বলেন, প্রায় ৭ লাখ কর্মী নেবে থাইল্যান্ড। আসন্ন বায়রা নির্বাচনে আমাদের প্যানেল বিজয়ী হলে সকল এজেন্সী সমানভাবে আগের মতো বিদেশে সিন্ডিকেটমুক্তভাবে লোক পাঠাতে পারবেন। এতে একদিকে যেমন রেমিটেন্স বাড়বে অন্যদিকে তেমনি সিণ্ডিকেট মুক্ত হবে বায়রা।