শিরোনাম
◈ একপাক্ষিক নির্বাচনের শঙ্কা জামায়াত- এনসিপির, কী বলছে ইসি? ◈ স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি করে হত্যা: সিসিটিভি ফুটেজে যা দেখা গেল (ভিডিও) ◈ এলপিজি নিয়ে সংকট: বৃহস্পতিবার থেকে বিক্রি বন্ধের হুঁশিয়ারি ব্যবসায়ী সমিতির ◈ জকসু নির্বাচনে শীর্ষ তিন পদেই ছাত্রশিবির সমর্থিত প্যানেলের জয় ◈ বি‌পিএল, সিলেট টাইটান্স‌কে হারিয়ে আবার শী‌র্ষে চট্টগ্রাম রয়‌্যালস ◈ ট্রাম্প ভেনেজুয়েলার যা করেছেন, চাইলে বাংলাদেশেও করুন, কিন্তু খেলোয়াড় কেন: জম্মু–কাশ্মীরের মুখ্যমন্ত্রী ◈ এবার লিটন দাসের চুক্তিও বাতিল করল ভারতীয় প্রতিষ্ঠান! ◈ বড় বাজারে অর্ডার কম, নতুন বাজারেও ধাক্কা: পোশাক রফতানিতে চ্যালেঞ্জ ◈ এবারের নির্বাচন লাইনচ্যুত রেলকে লাইনে ফেরানোর চেষ্টা: নির্বাচন কমিশনার সানাউল্লাহ ◈ রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা

প্রকাশিত : ০৬ জানুয়ারী, ২০২৬, ০৩:৫৪ দুপুর
আপডেট : ০৭ জানুয়ারী, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশি পরিচয় দিয়ে মারধর, ভারতীয় রাজ্যে মুসলিম শ্রমিকদের দমনের অভিযোগ

ভারতের একাধিক বিজেপি-শাসিত রাজ্যে মুসলিম শ্রমিকদের ওপর ধারাবাহিক নির্যাতনের অভিযোগ সামনে এসেছে। বাংলাদেশি পরিচয়ের তকমা লাগিয়ে হামলা ও ভয়ভীতি দেখানোর ঘটনায় অনেকেই কাজ ছেড়ে নিজ রাজ্যে ফিরতে বাধ্য হচ্ছেন। এতে করে জীবিকার সংকটে পড়ছেন পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদসহ বিভিন্ন এলাকার দরিদ্র শ্রমিকরা।

ভারতীয় সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়ায় মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে, ওড়িশাসহ কয়েকটি বিজেপি-শাসিত রাজ্যে মুসলিমদের ওপর নিপীড়নের ঘটনা থামছে না। এর জেরে ভয়ের পরিবেশ তৈরি হওয়ায় বহু শ্রমিক কাজ ফেলে পশ্চিমবঙ্গে ফিরে আসছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, ওড়িশার সম্বলপুরে সম্প্রতি ইজাজ আলী নামে এক মুসলিম শ্রমিক গুরুতর নির্যাতনের শিকার হন। তিনি সেখানে রাজমিস্ত্রির কাজ করতেন। গত রবিবার কয়েকজন হিন্দুত্ববাদী তাকে ও তার সঙ্গে থাকা অন্যদের বাংলাদেশি আখ্যা দিয়ে মারধর করে। হামলায় তার একটি হাত ভেঙে যায়। ঘটনার পর কাজ হারিয়ে আতঙ্কে নিজ বাড়িতে ফিরে যান তিনি।

শুধু ওড়িশা নয়, ছত্রিশগড় ও আশপাশের রাজ্যগুলোতেও একই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এসব রাজ্যে কর্মরত বহু মুসলিম শ্রমিক ভয়ে কাজে যাচ্ছেন না। তাদের আশঙ্কা, যে কোনো সময় তাদের ওপর হামলা হতে পারে।

সম্বলপুরের পরিস্থিতি এতটাই উদ্বেগজনক হয়ে ওঠেছে যে, ইজাজ আলীর ওপর হামলার পর সেখানে যান কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সদস্য অধীর রঞ্জন চৌধুরী। তিনি ঘটনাস্থলে গিয়ে বাঙালি শ্রমিকদের সঙ্গে দেখা করেন এবং তাদের নিরাপত্তার আশ্বাস দেন।

২৭ বছর বয়সী ইজাজ আলী পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ধুলিয়ানের বাসিন্দা। প্রায় দুই মাস আগে তিনি কাজের সন্ধানে সম্বলপুরে যান এবং একটি ভবনে নির্মাণ শ্রমিকের কাজ নেন। গত সপ্তাহে হঠাৎ করেই একদল ব্যক্তি তার থাকার ঘরে ঢুকে আধার ও ভোটার কার্ড দেখতে চায়। পরিচয়পত্র দেখানোর পরও তাকে ও তার সহকর্মীদের বাংলাদেশি বলে আখ্যা দেওয়া হয় এবং লোহার রড দিয়ে মারধর করা হয়।

নির্যাতনের অভিজ্ঞতা বর্ণনা করে ইজাজ আলী বলেন, ‘আমি রাজমিস্ত্রির কাজ করি। পশ্চিমবঙ্গে কাজ করলে দৈনিক ৪০০ রুপি পাই, কিন্তু বাইরে কাজ করলে পাওয়া যায় এক হাজার রুপি। আমিসহ আরও ১৫ জন দুই মাস আগে এক লেবার কন্ট্রাক্টরের মাধ্যমে সম্বলপুরে গিয়েছিলাম একটি ভবন নির্মাণে কাজ করতে।’

তিনি আরও বলেন, ‘গত সপ্তাহে গেরুয়া রঙের পোশাক পরা ও মাথায় তিলক থাকা সাতজনের একটি দল আমাদের রুমে গিয়ে আধার ও ভোটার কার্ড চায়। আমরা তাদের কার্ড দেখাই। কিন্তু যখন দেখতে পায় আমরা মুসলিম, তারা বলে ‘তোমরা বাংলাদেশি, ভারতীয় নয়’। এ বলে আমাদের রড দিয়ে মারা শুরু করে। আমরা বাঁচার জন্য চিৎকার করি এবং কোনোভাবে সেখান থেকে পালাতে পারি। তারা আমাদের অর্থ, মোবাইল ফোন সব নিয়ে গেছে। যখন বাড়িতে এ খবর জানাই, তখনই আমাকে ফিরে আসতে বলে তারা। আমি জানি না এখন আমি কি করব।’

একই ধরনের ঘটনার শিকার হয়েছেন ছত্রিশগড়েও বসবাসকারী তিন মুসলিম শ্রমিক। তারা সবাই মুর্শিদাবাদের বাসিন্দা। ২৮ বছর বয়সী ইয়াদুল, ৩০ বছর বয়সী নিয়ামুল এবং ৬৫ বছর বয়সী হানিফকে রাজ্যটির নারায়ণপুর শহরের কাছে মারধর করা হয়।

ভুক্তভোগীদের ভাষ্য অনুযায়ী, কাজের অর্ডার আনতে নারায়ণপুরে যাওয়ার সময় মহাসড়কে আটজনের একটি দল তাদের পথরোধ করে। প্রথমে আধার কার্ড দেখতে চাওয়া হয়। পরিচয়পত্রে মুসলিম পরিচয় স্পষ্ট হওয়ার পরই তাদের ওপর হামলা চালানো হয়।

এই ধারাবাহিক সহিংসতায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে বিভিন্ন রাজ্যে কর্মরত মুসলিম শ্রমিকদের মধ্যে। কাজের সন্ধানে রাজ্যের বাইরে গিয়ে নিরাপত্তাহীনতায় পড়ার অভিজ্ঞতা তাদের ভবিষ্যৎ জীবন ও জীবিকার প্রশ্নকে আরও অনিশ্চিত করে তুলছে। সূত্র : টেলিগ্রাফ ইন্ডিয়া।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়