মোস্তাক আহমেদ মনির, সরিষাবাড়ী (জামালপুর) : জামালপুরের সরিষাবাড়ীতে শীত নিবারণ করতে গিয়ে চুলার আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে মরিয়ম বেওয়া পহেলা (১০০) নামে এক শতবর্ষী বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার সকাল ১১ টার দিকে উপজেলার বলারদিয়ার দক্ষিনপাড়া এ ঘটনা ঘটে। নিহত মরিয়ম বেওয়া পহেলা একই গ্রামের মৃত হোসেন আলী মণ্ডলের স্ত্রী বলে জানা গেছে।
পারিবারিক সূত্রে জানা যায়, শীত নিবারণের জন্য সোমবার সকাল ১১ দিকে রান্নাঘরের চুলার পাশে বসে আগুন পোহাতে যায় মরিয়ম। এসময়ই অসাবধানতা বশত চুলা থেকে তার পরনের কাপড়ে আগুন ধরে যায় এবং মুহূর্তেই তা পুরো শরীরে ছড়িয়ে পড়ে। পরে তার চিৎকারে পরিবারের সদস্যরা এগিয়ে এসে আগুন নিভিয়ে তাকে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরবর্তীতে ময়মনসিংহ হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় সোমবার মধ্য রাতে তার মৃত্যু হয়।
নিহতের নাতি সেলিম রেজা বলেন, দাদির বয়স বেশি হওয়ায় তিনি আগুন থেকে নিজেকে রক্ষা করতে পারেননি। মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ১১টায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।