কল্যাণ বড়ুয়া, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ ঢাকায় ট্রেন দুর্ঘটনায় চট্টগ্রামের বাঁশখালীর খোরশেদুল আলম চৌধুরী নামে এক ব্যক্তি নিহত হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) দুপুরে রাজধানীর মগবাজার ওয়্যারলেস গেট রেল ক্রসিং পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত খোরশেদুল আলম চৌধুরী বাঁশখালী উপজেলার ৫নং কালীপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড এলাকার লোকমানুল হক চৌধুরীর ছেলে। দুঘর্টনায় নিহত খোরশেদুল আলম চৌধুরী এবং আরামিট গ্রুপের অবসরপ্রাপ্ত কর্মকর্তা। নিহতের স্ত্রীসহ দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে। তিনি সপরিবারে ঢাকায় স্থায়ীভাবে বসবাস করেন।
নিহতের পরিবারের সদস্যরা জানান, খোরশেদুল আলম চৌধুরী বাসা থেকে চিকিৎসার উদ্দেশ্যে ঢাকার মগবাজার কমিউনিটি হাসপাতালে যাওয়ার পথে রাজধানীর মগবাজার ওয়্যারলেস গেট রেল ক্রসিংয় আসতে ট্রেন দুর্ঘটনায় নিহত হয়। এদিকে খোরশেদুল আলমের মৃত্যুর খবর এলাকায় পৌঁছলে পরিবার ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে আসে ।