চরভদ্রাসন এবং সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় পানি উন্নয়ন বোর্ডের জায়গা থেকে অবৈধভাবে বালি উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
জানা গেছে, উপজেলার গাজীরটেক ইউনিয়নের নতুন দোকানের জয়দেব সরকারের ডাঙ্গী এলাকায় পানি উন্নয়ন বোর্ড সংলগ্ন জায়গা থেকে দীর্ঘদিন ধরে প্রভাবশালী একটি মহল ডেজার ও ভেকু মেশিন ব্যবহার করে বালি উত্তোলন করে তা বিক্রি করে আসছিল। এতে নদী ও বেড়িবাঁধের নিরাপত্তা হুমকির মুখে পড়ছিল বলে অভিযোগ ওঠে।
এ সংক্রান্ত খবরের ভিত্তিতে উপজেলা প্রশাসন তাৎক্ষণিকভাবে সেখানে মোবাইল কোর্ট পরিচালনা করে। অভিযানে ঘটনাস্থলে একটি ভেকু মেশিন পাওয়া যায়। ভেকু মেশিনের সঙ্গে সংশ্লিষ্ট সকল মালামাল জব্দ করা হয়। এছাড়া বালি উত্তোলনের কাজে ব্যবহৃত অন্যান্য সরঞ্জাম ও অবকাঠামো ঘটনাস্থলেই বিনষ্ট করে দেওয়া হয়।
অভিযানটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট যায়েদ হোসাইন। অভিযান চলাকালে অবৈধভাবে বালি উত্তোলনকারীদের সতর্ক করে দেওয়া হয় এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রমের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেওয়া হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সরকারি জমি ও পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল বা ক্ষতিগ্রস্ত করার কোনো সুযোগ দেওয়া হবে না এবং এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট যায়েদ হোসাইন বলেন, “পানি উন্নয়ন বোর্ডের জায়গা থেকে অবৈধভাবে বালি উত্তোলন সম্পূর্ণ বেআইনি। এতে নদীভাঙন ও বেড়িবাঁধের মারাত্মক ক্ষতির আশঙ্কা থাকে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা মোবাইল কোর্ট পরিচালনা করেছি। অভিযানে একটি ভেকু মেশিন ও সংশ্লিষ্ট মালামাল জব্দ করা হয়েছে এবং বাকি অবৈধ সরঞ্জাম বিনষ্ট করা হয়েছে। ভবিষ্যতে কেউ এ ধরনের অবৈধ কার্যক্রমে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা আরও কঠোর হবে।”