মাহবুব সৈয়দ, পলাশ (নরসিংদী) প্রতিনিধি: নিত্যপ্রয়োজনীয় জ্বালানি এলপিজি গ্যাস—যা সাধারণ মানুষের রান্নাঘরের একমাত্র ভরসা,সেই গ্যাসেই যখন অতিরিক্ত দামের বোঝা চাপানো হয়, তখন নীরবে সহ্য না করে মাঠে নামলো প্রশাসন।
মঙ্গলবার বিকালে নরসিংদী পলাশ উপজেলার ডাঙ্গা বাজারে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভাই ভাই এন্টারপ্রাইজ-কে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: মাসুদ রানা।
যানা যায়, সাধারণ ভোক্তাদের অসহায়ত্বকে পুঁজি করে প্রতিষ্ঠানটি নির্ধারিত মূল্যের বাইরে গিয়ে এলপিজি গ্যাস বিক্রি করছিল। বিষয়টি প্রমাণিত হওয়ায় তাৎক্ষণিকভাবে আইন প্রয়োগ করা হয়।
এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন,
“জনগণের কষ্টকে পুঁজি করে কেউ যদি অন্যায় মুনাফা করতে চায়, প্রশাসন সেখানে নীরব থাকবে না। ভোক্তার অধিকার রক্ষায় এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।