শিরোনাম
◈ একপাক্ষিক নির্বাচনের শঙ্কা জামায়াত- এনসিপির, কী বলছে ইসি? ◈ স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি করে হত্যা: সিসিটিভি ফুটেজে যা দেখা গেল (ভিডিও) ◈ এলপিজি নিয়ে সংকট: বৃহস্পতিবার থেকে বিক্রি বন্ধের হুঁশিয়ারি ব্যবসায়ী সমিতির ◈ জকসু নির্বাচনে শীর্ষ তিন পদেই ছাত্রশিবির সমর্থিত প্যানেলের জয় ◈ বি‌পিএল, সিলেট টাইটান্স‌কে হারিয়ে আবার শী‌র্ষে চট্টগ্রাম রয়‌্যালস ◈ ট্রাম্প ভেনেজুয়েলার যা করেছেন, চাইলে বাংলাদেশেও করুন, কিন্তু খেলোয়াড় কেন: জম্মু–কাশ্মীরের মুখ্যমন্ত্রী ◈ এবার লিটন দাসের চুক্তিও বাতিল করল ভারতীয় প্রতিষ্ঠান! ◈ বড় বাজারে অর্ডার কম, নতুন বাজারেও ধাক্কা: পোশাক রফতানিতে চ্যালেঞ্জ ◈ এবারের নির্বাচন লাইনচ্যুত রেলকে লাইনে ফেরানোর চেষ্টা: নির্বাচন কমিশনার সানাউল্লাহ ◈ রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা

প্রকাশিত : ০৬ জানুয়ারী, ২০২৬, ০২:০৬ দুপুর
আপডেট : ০৭ জানুয়ারী, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঘরের মধ্যে পড়ে গেছেন মাহাথির মোহাম্মদ, নেয়া হয়েছে হাসপাতালে

মালয়েশিয়ার শতবর্ষী রাজনীতিক ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ বাসায় পড়ে গিয়ে আঘাত পেয়েছেন। পরে তাকে হাসপাতালে নেয়া হয়েছে। অবশ্য পড়ে গিয়ে আঘাত পেলেও মাহাথির মোহাম্মদ জ্ঞান হারাননি এবং বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। মূলত শত বছর বয়স, দীর্ঘ অসুস্থতা আর দীর্ঘস্থায়ী হৃদরোগের ইতিহাস— সব মিলেই তার শারীরিক অবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

সংবাদমাধ্যম চ্যানেল নিউজ এশিয়া জানিয়েছে, মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ মঙ্গলবার (৬ জানুয়ারি) বাসায় পড়ে যাওয়ার পর হাসপাতালে নেয়া হয়েছে বলে তার এক সহযোগী নিশ্চিত করেছেন। সাম্প্রতিক বছরগুলোতে মাহাথির বিভিন্ন ধরনের স্বাস্থ্য জটিলতায় ভুগছেন। গত জুলাইয়ে শতবর্ষ পূর্তির পিকনিক উদযাপনের পর ক্লান্তি অনুভব করলে তাকে সেসময় হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

সুফি ইউসুফ নামে মাহাথিরের ওই সহযোগী জানিয়েছেন, বাসায় পড়ে যাওয়ার পর তাকে কুয়ালালামপুরের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে পর্যবেক্ষণের জন্য নেয়া হয়েছে। তার ভাষায়, ‘তার জ্ঞান রয়েছে। শারীরিক পরিস্থিতি এখনই বলা কঠিন। শেষ পর্যন্ত তাকে হাসপাতালে ভর্তি রাখা হবে কি না এটা বলার মতো সময় এখনও হয়নি।’

তিনি জানান, বাড়ির বারান্দা থেকে ড্রয়িংরুমের দিকে যাওয়ার সময় তিনি পড়ে যান। তবে তার শারীরিক অবস্থার বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানান তিনি।

মাহাথির আগে থেকেই হৃদরোগে ভুগছেন এবং তিনি একাধিকবার বাইপাস সার্জারি করিয়েছেন। তিনি ১৯৮১ থেকে ২০০৩ সাল পর্যন্ত মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন। পরে ২০১৮ সালে আবার ক্ষমতায় এসে ২০২০ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালন করতে গিয়ে তিনি ৯৪ বছরে পৌঁছান। সেসময় তিনি ছিলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক নির্বাচিত সরকারপ্রধান।

এদিকে বার্তাসংস্থা আনাদোলুর খবরে বলা হয়েছে, পড়ে যাওয়ার পর মাহাথির মোহাম্মদের নিতম্বে ভাঙন (হিপে ফ্র্যাকচার) হয়েছে কিনা তা নিয়ে দ্বিধায় রয়েছেন চিকিৎসকেরা। বিষয়টি নিশ্চিত করতে রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে। কুয়ালালামপুরের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটেই তাকে রাখা হয়েছে।

সুফি ইউসুফ জানান, মঙ্গলবার সকাল ৭টা ৪০ মিনিটের দিকে তিনি বাড়ির ভেতরেই পড়ে যান। দিনের শেষভাগে মেডিকেল টিমের চূড়ান্ত রিপোর্ট পাওয়ার কথা রয়েছে। গত জুলাইয়েও ক্লান্তি অনুভব করলে তাকে একই হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়