শিরোনাম
◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ ◈ আগস্টে বাংলাদেশে সফর‌ নি‌য়ে সিদ্ধান্তহীনতায় ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ তিন ইস্যু নিয়ে থমকে আছে ভোটের সিদ্ধান্ত ◈ অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি টুর্নামেন্টে ‌খেল‌বে বাংলাদেশ এ’ দল ◈ সাবেক সিইসি নুরুল হুদার রাষ্ট্রদ্রোহ মামলায় দায় স্বীকার, আদালতে জবানবন্দি ◈ বার্ডে ৭ পদের জন্য আবেদন ২৩ হাজার! হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ, নিয়োগে তদবিরের অভিযোগে উদ্বিগ্ন প্রশাসন ◈ উজিরপুরে যৌতুক না পেয়ে নবজাতক বিক্রির অভিযোগ, প্রতিবাদ করায় স্ত্রীকে মারধর, হাসপাতালে ভর্তি ◈ আদমদীঘিতে অবরোধ করে সড়কে মরিচ ফেলে কৃষকদের প্রতিবাদ ◈ পরিবেশ বিধ্বংসী ইউক্যালিপটাস গাছের চারা ধ্বংস করলেন ইউএনও

প্রকাশিত : ০৫ জানুয়ারী, ২০২৫, ১২:০৯ দুপুর
আপডেট : ১৭ মে, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গোটা ভারতে ভিখারির সংখ্যায় এক নম্বরে পশ্চিমবঙ্গ!

প্রতিদিনই আমরা কোনও না কোনও ভিক্ষুককে দান দিয়ে পুন্য অর্জন করি। কিন্তু আপনি কি জানেন, গোটা ভারতে মোট কতজন ভিখারি আছে? ভারত সরকার দ্বারা জারি করা পরিসংখ্যান অনুযায়ী, দেশে ৪ লক্ষের বেশি ভিখারি আছে। আর এদের মধ্যে সবথেকে বেশি ভিখারি আছে পশ্চিমবঙ্গে।

শুধুমাত্র পশ্চিমবঙ্গেই ৮১ হাজার ২৪৪ জন ভিখারি আছে, যারা ভিক্ষা করে নিজের পেট চালান। রাজ্যে পুরুষদের তুলনায় মহিলা ভিক্ষুকদের সংখ্যা বেশি।  ভারতের এই রাজ্যে ৪৮ হাজার ১৫৮ জন মহিলা ভিক্ষুক আছে, আর পুরুষ ভিক্ষুকদের সংখ্যা ৩৩ হাজার ৮৬ জন।

কেন্দ্রীয় সামাজিক ন্যায় মন্ত্রী থাবর চন্দ্র গেহলট রাজ্যসভায় বলেন, ২০১১ সালে জনগণনা অনুযায়ী দেশে মোট ৪ লক্ষ ১৩ হাজার ৬৭০ জন ভিখারি আছে, যার মধ্যে পুরুষ ভিখারিদের সংখ্যা ২ লক্ষ ২১ হাজার ৬৭৩ আর মহিলা ভিখারিদের সংখ্যা ১ লক্ষ ৯১ হাজার ৯৯৭। সবথেকে বেশি ভিখারি পশ্চিমবঙ্গে আছে। রাজ্যের মোট ভিখারিদের সংখ্যা ৮১ হাজার ২৪৪। লাক্ষাদ্বীপে মাত্র ২ জন ভিখারি আছে।

পরিসংখ্যান অনুযায়ী, পশ্চিমবঙ্গ ৮১ হাজার ২৪৪ ভিখারিদের নিয়ে শীর্ষে আছে। আর উত্তর প্রদেশে ৬৫ হাজার ৮৩৫ জন ভিখারি আছে। অন্ধ্রপ্রদেশে ৩০ হাজার ২১৮ জন ভিখারি আছে। বিহারে ২৯ হাজার ৭২৩ জন ভিখারি আছে। রাজস্থানে ২৫ হাজার ৮৫৩ জন ভিখারি আছে। দিল্লীতে ২ হাজার ১৮৭ জন ভিখারি আছে আর চণ্ডীগড়ে মাত্র ১২১ জন ভিখারি আছে।

উত্তর-পূর্বের রাজ্যগুলির কথা বললে সিকিমে ৬৮ জন ভিখারি আছে। অরুণাচল প্রদেশে ১১৪ জন ভিখারি আছে। নাগাল্যান্ডে ১২৪ জন ভিখারি আছে। মণিপুরে ২৬৩ জন ভিখারি আছে। মিজোরামে ৫৩ জন ভিখারি আছে। ত্রিপুরায় ১ হাজার ৪৯০ জন ভিখারি আছে। মেঘালয়ে ৩৯৬ জন ভিখারি আছে। আর অসমে ২২ হাজার ১১৬ জন ভিখারি আছে।

ভারত সরকারের পরিসংখ্যান অনুযায়ী সবথেকে কম ভিখারি লাক্ষাদ্বীপে আছে। সেখানে মাত্র দু’জন ভিখারি আছে। আর দাদরা নগর হাভেলিতে ১৯ জন ভিখারি আছে। দমন আর দিউতে ২২ জন এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে ৫৬ জন ভিখারি আছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়