স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ এ' দল টানা দ্বিতীয়বার অস্ট্রেলিয়ার নর্দান টেরিটরি ক্রিকেটের আয়োজিত টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে অংশ নিতে যাচ্ছে।
এশিয়া থেকে বাংলাদেশ ছাড়াও এই আসরে অংশ নেবে পাকিস্তান শাহিনস (‘এ’ দল) ও নেপাল জাতীয় দল।
মঙ্গলবার এক বিবৃতিতে নর্দান টেরিটরি ক্রিকেট জানায়, ডারউইনে আগামী ১৪ আগস্ট বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ম্যাচ দিয়ে ১১ দলের এই টুর্নামেন্টের পর্দা উঠবে। অংশগ্রহণকারী বাকি দলগুলোর নাম ও পূর্ণাঙ্গ সূচি পরবর্তীতে জানানো হবে।
২০২৪ সালে আয়োজিত টপ এন্ড সিরিজের ফাইনালে খেলেছিল বাংলাদেশ। তবে শিরোপা লড়াইয়ের ম্যাচে অ্যাডিলেইড স্ট্রাইকার্স একাডেমির কাছে হেরে যায় তারা। সেই আসরে বাংলাদেশ দলের অধিনায়ক ছিলেন আকবর আলী। গত মে মাসে জাতীয় দলের হয়ে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টি-টুয়েন্টিতে ৫৩ বলে সেঞ্চুরি হাঁকানো পারভেজ হোসেন ইমনও ওই সিরিজে খেলেছিলেন।