শিরোনাম
◈ প্রিজন ভ্যানে ফিরতি পথে হোটেলে ৫০ মিনিট ‘গোপন বৈঠক’: সাবেক এনবিআর কর্মকর্তা মতিউর রহমানকে ঘিরে নতুন বিতর্ক ◈ ভাইরাল হয়ে বিপাকে ‘গরীবের বুফে’র সেই মিজানের হোটেল ভাঙচুর! (ভিডিও) ◈ ক্যাসিনো কাণ্ডে আলোচিত সেলিম প্রধান সিসা বার থেকে ফের গ্রেপ্তার ◈ চট্টগ্রামে জশনে জুলুসে পদদলিত হয়ে প্রাণ গেল ২ জনের ◈ ক্ষণজন্মা নক্ষত্র সালমান শাহ: প্রয়াণের ২৯ বছরেও অম্লান স্মৃতিতে, জনপ্রিয়তায় এখনও সবাইকে ছাড়িয়ে ◈ মালয়েশিয়া ভ্রমণকারীদের জন্য নতুন নিয়ম ◈ লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস খালে পড়ে নিহত ২ ◈ নুরাল পাগলার কবরকেন্দ্রিক সংঘর্ষ: পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুরে ৩,৫০০ জনের বিরুদ্ধে মামলা ◈ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে কেন? ◈ এবার গণঅধিকার পরিষদকে নিষিদ্ধ করার দাবি জাতীয় পার্টির মহাসচিবের

প্রকাশিত : ০১ জুলাই, ২০২৫, ০৩:৫২ দুপুর
আপডেট : ২৩ আগস্ট, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

ক্লাব বিশ্বকাপ থে‌কে ম‌্যান‌চেস্টার সি‌টির বিদায়, আল-হিলাল কোয়ার্টার ফাইনা‌লে

স্পোর্টস ডেস্ক : দুর্দান্ত লড়াই হ‌য়ে‌ছে দুই দ‌লের ম‌ধ্যে, ক্লাব বিশ্বকা‌পের বর্তমা‌ন চ‌্যা‌ম্পিয়ন ম‌্যান‌চেস্টার সি‌টি শেষ পর্যন্ত বিদায় নি‌লো টুর্ণা‌মেন্ট থে‌কে। সাত গোলের রোমাঞ্চকর এক লড়াইয়ে অতিরিক্ত সময়ে ইংল্যান্ডের ক্লাবটিকে ৪-৩ গোলে হারিয়ে দিয়েছে সৌদি আরবের ক্লাব আল-হিলাল। --- অলআউট স্পোর্টস

ফ্লোরিডার অরল্যান্ডোর ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে বাংলাদেশ সময় মঙ্গলবার সকালে টানা চতুর্থ ম্যাচের মতো দারুণ শুরু করে সিটি। প্রথম ১০ মিনিটের মধ্যেই গোল পায় তারা। প্রতিপক্ষের ডিফেন্ডাররা ক্লিয়ার করতে ব্যর্থ হলে অধিনায়ক বার্নার্দো সিলভা কাছ থেকে বল জালে ঠেলে দেন। তবে গোলের আগে রায়ান আইত-নুরি বল হাতে স্পর্শ করেছিলেন বলে দাবি করেন ক্ষুব্ধ আল-হিলাল খেলোয়াড়রা।

এরপর আল-হিলাল গোলরক্ষক ইয়েসিন বুনু একের পর এক দুর্দান্ত সেভ করেন। সাভিনিয়ো আর ইলকায় গুনদোয়ানের প্রচেষ্টা খুব কাছ থেকে রুখে দেওয়ার পর গার্দিওলের হেড ফিরিয়ে দেন।

প্রথমার্ধে খুব একটা সুযোগ না পেলেও দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচে ফেরে আল-হিলাল। মাত্র ৪৪ সেকেন্ডের মাথায় ব্রাজিলিয়ান স্ট্রাইকার মার্কোস লিওনার্দো হেডে সমতা ফেরান।

৫২তম মিনিটে সাবেক বার্সেলোনা তারকা মালকম বল নিয়ে এগিয়ে গিয়ে ঠান্ডা মাথায় গোল করে আল-হিলালকে এগিয়ে দেন। তবে ৩ মিনিট পরেই কর্নার থেকে বল পেয়ে গোল করে সমতা ফেরান আরলিং হলান্ড।

শেষদিকে আবারও গোলের সুযোগ তৈরি করে সিটি। মানুয়েল আকাঞ্জির হেড পোস্টে লেগে ফিরে আসে, আর ফিরতি বলে হলান্ডের প্রচেষ্টা অবিশ্বাস্যভাবে গোললাইন থেকে ক্লিয়ার করেন আলি লাজামি। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে

৯৪তম মিনিটে হেড করে আবার আল-হিলালকে এগিয়ে দেন সাবেক চেলসি ডিফেন্ডার কালিদু কুলিবালি। কিন্তু ফিল ফোডেন দুরূহ কোণ থেকে দুর্দান্ত ভলিতে গোল করে আবার ম্যাচে ফেরান সিটিকে।

তবে শেষ হাসি হাসে আল-হিলালই। ১১২ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে আল-হিলালকে অসাধারণ এক জয় এনে দেন লিওনার্দো।

বাংলাদেশ সময় আগামী শুক্রবার রাত একটায় কোয়ার্টার-ফাইনালে ইন্টার মিলানকে বিদায় করে আরেকটি অঘটনের জন্ম দেওয়া ব্রাজিলের ফ্লুমিনেন্সের মুখোমুখি হবে আল-হিলাল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়