শিরোনাম
◈ হানিফ ফ্লাইওভারে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২ ◈ মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ৬ জন গুলিবিদ্ধ, আহত ৮ ◈ এ ধরনের বর্বরতা কোনো অবস্থাতেই সহ্য করা হবে না: অন্তর্বর্তী সরকার ◈ আসছে আইফোন ১৭, দাম কত? ◈ দেশে মাথাপিছু আয় বেড়ে ২৫৯৩ ডলার ◈ এসএসসি পরিক্ষায় বৃত্তি পাওয়াদের তালিকা প্রকাশ ◈ রোহিঙ্গা সংকট আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্ব হারিয়েছে, মানবিক করিডর প্রসঙ্গে বক্তব্য প্রত্যাখ্যান টম অ্যান্ড্রুজের ◈ সরকার আলুর দাম বাড়ানোর পরিকল্পনা করছে: বাণিজ্য উপদেষ্টা ◈ জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ফের আগুন-ভাঙচুর, পরিস্থিতি থমথমে (ভিডিও) ◈ এশিয়ায় খেলাপি ঋণে শীর্ষে বাংলাদেশ: এডিবি রিপোর্টে দুর্বল ব্যাংকিং ব্যবস্থার চিত্র

প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:৫২ বিকাল
আপডেট : ০৫ সেপ্টেম্বর, ২০২৫, ১১:২৫ রাত

প্রতিবেদক : এল আর বাদল

৮০'র দশ‌কে পা‌কিস্তানী ক্রিকেটার ইমরান খা‌নের প্রেমে ম‌জে‌ছি‌লেন ব‌লিউড অ‌ভি‌নেত্রী রেখা

‌স্পোর্টস ডেস্ক : ওই সম‌য়ে বলিউডের তু‌খোর অভিনেত্রী রেখা আলোচনায় থেকেছেন তার অ‌ভিন‌য়ের জন‌্য। আবার কখনো ব্যক্তিগত জীবনের কারণে। অমিতাভ বচ্চনের সঙ্গে তার সম্পর্ক নিয়ে যত আলোচনা হয়েছে, কম-বেশি সবারই জানা। 

তবে জানেন কি, ৮০’র দশকে রেখার নাম জড়িয়ে ছিল পাকিস্তানের সাবেক ক্রিকেট তারকা ও পরবর্তী সময়ে প্রধানমন্ত্রী হওয়া ইমরান খানের সঙ্গেও? -- বাংলা‌টে‌লিগ্রাফ

তৎকালীন সংবাদমাধ্যমের খবরে জানা যায়, রেখা ও ইমরান খান একে অপরের প্রেমে গভীরভাবে ডুবে ছিলেন এবং বিয়ের পরিকল্পনাও করেছিলেন। তবে শেষ পর্যন্ত সেই সম্পর্ক পরিণতি পায়নি। খবর ডিএনএ ইন্ডিয়ার।

১৯৮০’র দশকে মুম্বাইতে রেখা ও ইমরান খানকে একাধিকবার একসঙ্গে দেখা গেছে। তাদের কাছাকাছি মুহূর্তগুলো গণমাধ্যমে ছড়িয়ে পড়ায় গুঞ্জন আরও জোরালো হয়। ১৯৮৫ সালের একটি প্রতিবেদনে দাবি করা হয়, ইমরান খান কয়েক সপ্তাহ মুম্বাইতে কাটিয়েছিলেন এবং এ সময় সমুদ্রসৈকতে দুজনকে ঘনিষ্ঠভাবে সময় কাটাতে দেখা গেছে।

প্রতিবেদনে লেখা হয়, “যারা রেখা ও ইমরানকে একসঙ্গে দেখেছেন, তারা তাদের মধ্যে গভীর প্রেম অনুভব করেছেন এবং বিশ্বাস করেছেন যে তারা একে অপরকে নিঃশর্তভাবে ভালোবাসতেন।”

প্রতিবেদনে আরও বলা হয়, রেখার মা পুষ্পাভল্লী ইমরান খানকে ভীষণ পছন্দ করতেন। এমনকি তিনি দিল্লিতে গিয়ে এক জ্যোতিষীর সঙ্গে পরামর্শও করেছিলেন, ইমরান তার মেয়ের জন্য উপযুক্ত সঙ্গী হবেন কিনা তা জানার জন্য। জ্যোতিষী কী বলেছিলেন, তা স্পষ্ট না হলেও রেখার মা নাকি নিশ্চিত হয়েছিলেন যে ইমরানকে পরিবারের অংশ হিসেবে মেনে নেওয়া যেতে পারে।

তবে বারবার খবর প্রকাশিত হলেও রেখা বা ইমরান- কেউই কখনো প্রকাশ্যে তাদের সম্পর্কের সত্যতা স্বীকার করেননি। শেষ পর্যন্ত কেন এই সম্পর্ক ভেঙে গেল বা কেন বিয়ে হয়নি, তা আজও রহস্য হয়েই রয়ে গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়