বাঙালিদের একটু ভুঁড়ি প্রেমী বললেও অত্যুক্তি হবে না। আমরা সাধারণত পেটের মেদ পছন্দ করি। এটা আমাদের কাছে স্বচ্ছলতার প্রতীক। যদিও মাথায় রাখতে হবে, ভুঁড়ি কিন্তু খুবই ক্ষতিকর। এটি নানা বিপদ ডেকে আনতে পারে। আর সেই তালিকায় ডায়াবিটিস, হাই প্রেশার, কোলেস্টেরল থেকে শুরু করে একাধিক সমস্যা রয়েছে।
তবে মুশকিল হল, এখনও বহু মানুষ এটা জানেন না যে ভুঁড়ি কেন হয়! আর এই তথ্য থাকে না বলেই তারা ভুড়ি কমানোর চেষ্টাটাই করতে পারেন না। সুতরাং সাবধান হন। জেনে নিন সাধারণ ভুলেই বাড়ছে আপনার ভুঁড়ি ।
কার্ব খেলেই বাড়বে সমস্যা
বাঙালির ভাতের প্রতি ভালোবাসা প্রশ্নাতীত। আর দুর্ভাগ্যক্রমে ভাত হল কার্বের ভাণ্ডার। যেটা কিন্তু ভুঁড়ি বাড়াতে পারে।
তবে শুধু ভাতকে দোষ দিয়ে লাভ নেই, একই সঙ্গে আলুকে কাঠগড়ায় দাঁড় করাতে হবে। এটিও শরীরের জন্য ভীষণই ক্ষতিকর। তাই ভুঁড়ি এড়াতে চাইলে এই সব সিম্পেল কার্ব খাওয়া ছেড়ে দিন।
অপর্যাপ্ত ঘুমও সমস্যা তৈরি করে
আপনি কি দিনে ৭ থেকে ৮ ঘণ্টা ঘুমান না? উত্তর হ্যাঁ হলে যে নিজের ভুল শুধরে নিতে হবে। কারণ, প্রতিদিন পর্যাপ্ত ঘুম না হলেও বিপাকের হার কমে যেতে পারে। সেই কারণে বাড়তে পারে ভুঁড়ি।
ফাস্ট ফুডই সমস্যার কারণ
অনেকেই নিয়মিত ফাস্ট ফুড খান। আর এই ভুলটা করেন বলেই তাদের বিপদ বাড়ে। একাধিক জটিল সমস্যা নিতে পারে তাদের পিছু। তাই চেষ্টা করুন ফাস্ট ফুড না খাওয়ার। এমনকী আলট্রা প্রসেসড ফুডও খাওয়া চলবে না। ব্যাস, তাহলেই সুস্থ থাকার কাজে এগিয়ে যাবেন।
মিষ্টিও বিপদের কারণ
আপনি কি মিষ্টি খেতে ভালোবাসেন? তাহলেও যে বিপদের রয়েছে আশঙ্কা। আসলে মিষ্টি হল এমন একটি খাবার যাতে শুধু ক্যালোরি রয়েছে। কোনও পুষ্টি উপাদান নেই।