শিরোনাম

প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০২৫, ০১:৪৬ রাত
আপডেট : ০৬ সেপ্টেম্বর, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শরীর থেকে টক্সিন দূর করবে ও কিডনি ভালো রাখবে যে পানীয়গুলো

কিডনি ভালো রাখতে এমন পানীয় খাওয়া জরুরি যেগুলো শরীর থেকে টক্সিন বের করতে সাহায্য করে, পানিশূন্যতা রোধ করে এবং কিডনির উপর বাড়তি চাপ ফেলে না। নিচে কয়েকটি উপকারী পানীয় দেয়া হলো।

কিডনি ভালো রাখবে যে পানীয়

১. লেবু পানি (চিনি ছাড়া): লেবুর সাইট্রিক অ্যাসিড কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি কমায়। সকালে বা দুপুরে খেলে উপকার পাওয়া যায়।

২. নারকেল পানি: প্রাকৃতিক ইলেক্ট্রোলাইট সমৃদ্ধ, শরীরকে হাইড্রেট রাখে। কিডনিতে অপ্রয়োজনীয় সোডিয়াম জমতে দেয় না।

৩. জবের পানি: শরীর ঠান্ডা রাখে ও কিডনি পরিষ্কার করতে সাহায্য করে। প্রাচীনকাল থেকে কিডনির জন্য উপকারী পানীয় হিসেবে ব্যবহৃত হয়।

৪. শসার পানি: শসা প্রাকৃতিক ডাইইউরেটিক, প্রস্রাবের মাধ্যমে বর্জ্য বের করে দেয়। শসা কেটে পানিতে ভিজিয়ে খেলে কিডনি সতেজ থাকে।
 
সতর্কতা-
 
১. অতিরিক্ত চা, কফি, কোমল পানীয় বা এনার্জি ড্রিংক কিডনির ক্ষতি করতে পারে।
২. যাদের কিডনিতে সমস্যা আছে (ক্রনিক কিডনি ডিজিজ), তাদের ডাক্তার পরামর্শ ছাড়া বেশি পানি বা বিশেষ পানীয় খাওয়া উচিত নয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়