শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ০১ জুলাই, ২০২৫, ১১:১১ রাত
আপডেট : ০২ জুলাই, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

“৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান

মনিরুল ইসলাম: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “১৯৭১ সালের মুক্তিযোদ্ধাদের মতোই ২০২৪ সালের গণঅভ্যুত্থনের ‘চব্বিশের যোদ্ধাদের’ও জাতি কোনোদিন ভুলবে না।”

মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপির ৩৬ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “বিএনপি জনগণের রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়। একটি জবাবদিহিমূলক, ইনসাফভিত্তিক ও মানবিক বাংলাদেশ গঠনের এখনই সময়। দেশ ও জনগণের স্বার্থে আত্মত্যাগকারীদের স্মরণে বিভিন্ন স্থাপনা শহীদদের নামে নামকরণের চিন্তা করছি।”

তারেক রহমান আরও বলেন, “২০২৪ সালের ৫ আগস্ট ফ্যাসিস্ট শাসকের পলায়নের পর প্রথম বক্তব্যেই আমি শহীদদের স্বজনদের প্রতি শ্রদ্ধা জানিয়েছিলাম। তাদের অনেকেই সন্তান, স্বামী, ভাইকে হারিয়েছেন। এই বিজয় এসেছে অনেক ত্যাগের বিনিময়ে। তারা শুধু আপনজন নন, বরং দেশের গৌরব ও মুক্তিকামী জনতার প্রতীক।”

তিনি জানান, চলমান কর্মসূচির অংশ হিসেবে বিএনপি ‘গণঅভ্যুত্থান ২০২৪: জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা’ শীর্ষক আলোচনা সভা ও শহীদ পরিবারের সম্মানে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে।

অনুষ্ঠানে শহীদ পরিবার, আহত নেতাকর্মী, বুদ্ধিজীবী, সিনিয়র সাংবাদিকসহ ৬৩টি রাজনৈতিক দলের শীর্ষ নেতারা অংশগ্রহণ করেন। শহীদ পরিবারকে সম্মাননা ও ক্রেস্ট প্রদান এবং অভ্যুত্থানের একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।

তারেক রহমান বলেন, “দেড় দশকের আন্দোলনে বহু গুম-খুন ও অপহরণের ঘটনা ঘটেছে। শুধু ২০২৪ সালের জুলাই আন্দোলনেই বিএনপির ৪২২ জনসহ দেড় হাজারের বেশি মানুষ শহীদ হয়েছেন, ৩০ হাজার আহত এবং এক হাজারের বেশি পঙ্গু হয়েছেন। এমনকি শিশুরাও শহীদ হয়েছে। এভাবেই কি মানুষ জীবন দিয়ে যাবে?”

তিনি আরও বলেন, “৫৪ বছরের স্বাধীন বাংলাদেশের ইতিহাসে জনগণের ত্যাগ বিস্মৃত হওয়ার নয়। নিরাপদ কর্মপরিবেশ, সুশৃঙ্খল রাজনীতি এবং ওয়াদা পূরণের প্রতিশ্রুতি নিয়েই আমরা রাজনীতি করছি।”

তিনি রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে ৩১ দফা কর্মপরিকল্পনার কথা উল্লেখ করে বলেন, “ক্ষমতায় গেলে জাতীয় সরকার গঠন করে এগুলোর বাস্তবায়ন করব। জাতীয় স্বার্থে ঐক্য অটুট রাখতে হবে, যেন কোনো বিদেশি তাঁবেদার অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠতে না পারে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও কর্মসূচি পালনের আহ্বায়ক রুহুল কবির রিজভী।
স্বাগত বক্তব্য দেন অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়