শিরোনাম
◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ ◈ আগস্টে বাংলাদেশে সফর‌ নি‌য়ে সিদ্ধান্তহীনতায় ভারতীয় ক্রিকেট বোর্ড

প্রকাশিত : ০১ জুলাই, ২০২৫, ০৮:২২ রাত
আপডেট : ০২ জুলাই, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আনোয়ারায় ওসি পরিচয়ে প্রতারণা, ফ্রিজ-টিভি আত্মসাৎকারী গ্রেপ্তার

এস এম সালাহউদ্দিন, আনোয়ারা (চট্টগ্রাম): চট্টগ্রামের আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) পরিচয়ে ইলেকট্রনিক্স দোকান থেকে প্রতারণার মাধ্যমে ফ্রিজ, স্মার্ট টিভি ও সিলিং ফ্যান নেওয়ার ঘটনায় মো. সুমন নামে এক প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৩০ জুন) বিকেলে চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার বুলুদিঘির পশ্চিম পাড় এলাকার হাজী খায়ের মোহাম্মদ কলোনির ৩১ নম্বর বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আনোয়ারা থানা সূত্রে জানা গেছে, গত ২৭ জুন (শুক্রবার) সকালে প্রতারক সুমন নিজেকে আনোয়ারা থানার ওসি পরিচয় দিয়ে আনোয়ারার পশ্চিম বৈরাগ এলাকার আল-মদিনা ইলেকট্রনিক্স দোকান থেকে একটি ৩২ ইঞ্চি স্মার্ট টিভি ও দুটি সিলিং ফ্যান এবং বটতলীর শাহ আমানত ইলেকট্রনিক্স থেকে একটি ফ্রিজ সংগ্রহ করে প্রতারণা করেন। পরে ভুক্তভোগীরা আনোয়ারা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগের পর ওসি মো. মনির হোসেনের নেতৃত্বে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালায়। অভিযানের একপর্যায়ে কোতোয়ালি থানাধীন এলাকায় সুমনকে আটক করে পুলিশ।

গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ওয়ালটন ব্র্যান্ডের ১৭৬ লিটারের একটি ফ্রিজ, সিঙ্গার ব্র্যান্ডের একটি সিলিং ফ্যান এবং তার দেওয়া তথ্যমতে পটিয়া এলাকা থেকে উদ্ধার করা হয় সিঙ্গার ব্র্যান্ডের একটি ৩২ ইঞ্চি স্মার্ট টিভি।

আনোয়ারা থানার ওসি মো. মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "ওসি পরিচয়ে প্রতারণার ঘটনায় একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আর কেউ জড়িত আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। অভিযান অব্যাহত রয়েছে।"

  • সর্বশেষ
  • জনপ্রিয়