শিরোনাম
◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ ◈ আগস্টে বাংলাদেশে সফর‌ নি‌য়ে সিদ্ধান্তহীনতায় ভারতীয় ক্রিকেট বোর্ড

প্রকাশিত : ০১ জুলাই, ২০২৫, ০৭:৫৬ বিকাল
আপডেট : ০২ জুলাই, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বার্ডে ৭ পদের জন্য আবেদন ২৩ হাজার! হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ, নিয়োগে তদবিরের অভিযোগে উদ্বিগ্ন প্রশাসন

শাহাজাদা এমরান, বুরো চিফ, কুমিল্লা: বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড), কুমিল্লায় সহকারী পরিচালক পদে মাত্র ৭টি শূন্য পদের বিপরীতে আবেদন করেছেন ২৩ হাজার ৯১ জন প্রার্থী। বিপুল সংখ্যক আবেদন জমা পড়ায় প্রার্থীদের বাছাই নিয়ে চরম বিড়ম্বনায় পড়েছে নিয়োগকারী কর্তৃপক্ষ।

সূত্র জানায়, সম্প্রতি বার্ডের বিভিন্ন দপ্তরে সহকারী পরিচালক নিয়োগে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। এতে মাস্টার্স ডিগ্রিসহ অন্যান্য যোগ্যতা চাওয়া হয়। মাত্র ৭টি পদের বিপরীতে ২৩ হাজারেরও বেশি আবেদন জমা পড়ায় বাছাই প্রক্রিয়ায় বিপুল চাপের মুখে পড়েছে বার্ড।

এদিকে, নিয়োগ প্রক্রিয়ায় প্রভাবশালী মহলের তদবিরের অভিযোগও উঠেছে। একটি ফেসবুক পেজ ও বিভিন্ন সূত্রে জানা গেছে, কিছু প্রার্থীর পক্ষে প্রভাবশালী ব্যক্তিরা চাপ প্রয়োগ করছেন। এমনকি একটি নির্দিষ্ট তালিকাও পাঠানো হয়েছে বলে দাবি উঠেছে।

আলোচনার জন্ম দিয়েছেন সাংবাদিক জুলকারনাইন সায়ের

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক ও মানবাধিকার কর্মী জুলকারনাইন সায়ের তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, “বার্ডে ৭টি সহকারী পরিচালক পদে নিয়োগ দেওয়া হবে। প্রায় ২০ হাজার আবেদনকারীর মধ্যে থেকে ৩৫০ জনকে প্রিলিমিনারিতে বাছাই করে ভাইভা ও যাচাই-বাছাইয়ের মাধ্যমে ৭ জনকে নিয়োগ দেওয়া হবে। অথচ দাবি করা হচ্ছে, একজন প্রভাবশালী ব্যক্তির পিতা ৫ জনের একটি তালিকা পাঠিয়েছেন, যাদের চাকরি ‘দিতেই হবে’। এই পরিস্থিতিতে বার্ডের পরিচালকরা শঙ্কিত এবং বিষয়টি পিএসসিকে অবহিত করেছেন।”

সায়েরের এই স্ট্যাটাস সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। নিয়োগে মেধার পরিবর্তে প্রভাবশালী মহলের হস্তক্ষেপ নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই।

স্বচ্ছতার আশ্বাস নিয়োগ কর্তৃপক্ষের
সূত্র জানিয়েছে, নিয়োগ প্রক্রিয়ায় নিরপেক্ষতা ও স্বচ্ছতা বজায় রাখতে কর্তৃপক্ষ সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে। আগামী ৫ জুলাই প্রিলিমিনারি পরীক্ষা, ১৮ জুলাই লিখিত পরীক্ষা, এবং ২৬ জুলাই ভাইভা অনুষ্ঠিত হবে। ভাইভা পরীক্ষাটি ঢাকার সিরডাপ মিলনায়তনে বার্ডের অফিসে নেওয়া হবে, যাতে প্রক্রিয়াটি রাজধানীর নজরদারির আওতায় থাকে।

বার্ড কর্তৃপক্ষ আশাবাদী—সব চাপ ও প্রভাব উপেক্ষা করে যোগ্যদেরই নিয়োগ দেওয়া সম্ভব হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়