শিরোনাম
◈ ৫ ব্যাংকের আমানত ফেরত সিদ্ধান্ত, কিন্তু শেয়ার বিনিয়োগকারীরা রয়ে গেল অনিশ্চয়তায় ◈ কর ব্যবস্থার মৌলিক সংস্কারে ৫৫ সুপারিশ, প্রতিবেদন গ্রহণ করলেন প্রধান উপদেষ্টা ◈ খেটে খাওয়া মানুষের ভাগ্য উন্নয়নে একমাত্র বিএনপিই কাজ করে: তারেক রহমান ◈ নিরবতা ভাঙলো আইসিসি, বিশ্বকা‌পের জন‌্য অ্যাক্রেডিটেশন পাচ্ছে বাংলাদেশি সাংবাদিকরা ◈ টেকনাফে পাহাড় থেকে ৬ কৃষককে অপহরণ ◈ বেনাপোল বন্দরে ৩ মাস পর ৫১০ টন চাল আমদানি ◈ ৯০ দিন গাম্বিয়া ভ্রমণ করতে পারবেন ভিসা ছাড়াই বাংলাদেশি নাগরিকরা ◈ তারেক রহমানের গাড়ি থামিয়ে কী বললেন তরুণী (ভিডিও) ◈ অতিরিক্ত সচিব পদে ১১৮ কর্মকর্তার পদোন্নতি ◈ জাতীয় দলে সাকিবের ফেরার গুঞ্জন: বিসিবির সঙ্গে আলোচনা শুরু

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২৪, ০১:২৬ দুপুর
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০২৪, ০১:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আফগানিস্তানকে হারিয়ে শ্রীলঙ্কার সিরিজ জয়

স্পোর্টস ডেস্ক: শ্রীলঙ্কায় তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে আফগানিস্থানকে ১৫৫ রানের ব্যাবধানে হারিয়েছে স্বাগতিকরা। এতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করলো লঙ্কানরা। শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ৭৪ বলে ৯৭ রানের ইনিংস খেলেন চারিথ আসালাঙ্কা।

রোববার পাল্লেকেলেতে টস জিতে আগে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ৩০৬ রানের পুঁজি পায় শ্রীলঙ্কা। লক্ষ্য তাড়া করতে নেমে ৩৩.৫ ওভারে ১৫৩ রানে গুটিয়ে যায় আফগানরা। ফলে ১৫৫ রানে জয় পায় শ্রীলঙ্কা।

দুর্দান্ত ফিফটি হাঁকান অধিনায়ক কুশল মেন্ডিস। ৬ বাউন্ডারি ১ ছক্কায় ৬৫ বলে ৬১ রান করেন তিনি। সাদিরা সামারাবিক্রমা ৬১ বলে ৫২ রানের ইনিংস খেলেন। আরেকটি ফিফটি আসে জেনিথ নিয়ানেজের ব্যাট থেকে। ৪৮ বলে ৫০ করেন তিনি।

লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি আফগানিস্তানের ওপেনার রহমানুল্লাহ গুরবাজ। ২০ বলে ৮ রান করে ফেরেন তিনি। এরপর দলের হাল ধরেন ইব্রাহিম জাদরান ও রহমত শাহ। ৯৭ রানের দারুণ জুটি করে দলকে সামনে এগিয়ে যান তারা। দুইজনেই হাঁকান ফিফটি। ৭৬ বলে ৫৪ রান করে আউট হয়ে যান ইব্রাহিম।

এরপর বেশিক্ষণ টিকতে পারেননি রহমত শাহও। ৬৯ বলে ৬৩ রান করে সাজঘরের ফেরেন তিনি। শেষ দিকে ২৫ রান করতেই পড়ে যায় ৮ উইকেট। ফলে বিশাল হারেই সিরিজ খুইয়ে ফেলে আফগানিস্তান। শ্রীলঙ্কার হয়ে ২৭ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন ওয়ানিন্দু হাসারাঙ্গা।

এফএ/আইএফ

  • সর্বশেষ
  • জনপ্রিয়