শিরোনাম
◈ পিআর পদ্ধতি কী, কেন প্রয়োজন ও কোন দেশে এই পদ্ধতি চালু আছে?" ◈ ইসরায়েলি হামলায় ৪৩৭ ফুটবলারসহ ৭৮৫ ফিলিস্তিনি ক্রীড়াবিদের মৃত্যু ◈ পশ্চিম তীরে দখলদার ইসরায়েলিদের সাথে তাদেরই সেনা জড়ালো সংঘর্ষে! (ভিডিও) ◈ আমদানি-রপ্তানিতে এনবিআরের নতুন নিয়ম: বাধ্যতামূলক অনলাইন সিএলপি দাখিল ◈ জুলাই স্মরণে শহীদ মিনারে ছাত্রদলের মোমবাতি প্রজ্বলন (ভিডিও) ◈ জুলাই বিদ্রোহ: কোটা সংস্কার থেকে গণঅভ্যুত্থান ◈ ভারতের বাংলাদেশ সফর নিয়ে যা বললেন আমিনুল ইসলাম বুলবুল ◈ ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, ক্যাডার পদে মনোনয়ন পেলেন ১৬৯০ জন ◈ ১৮ জুলাই নতুন দিবস ঘোষণা ◈ ডিসি-এসপি কমিটি ও ইভিএম বাদ, ভোটকেন্দ্র স্থাপনে নতুন নীতিমালা জারি করলো ইসি

প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২২, ০৬:২৬ বিকাল
আপডেট : ২৫ নভেম্বর, ২০২২, ০৪:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খোলামেলা পোশাক পরতে না পারায় ইভানার ক্ষোভ

ইভানা

এ্যানি আক্তার: কাতারে অনুষ্ঠিত হওয়ায় এবারের বিশ্বকাপকে ঘিরে রক্ষণশীল বিধানের বেড়াজালে পড়েছেন দলগুলোর স্টাফ, খেলোয়াড়, দর্শক-সমর্থকরা। বিশ্বকাপ শুরুর আগেই যে কয়েকটি বিষয়ে সতর্ক করেছে কাতার কর্তৃপক্ষ, তার মধ্যে অন্যতম একটি হলো অশালীন পোশাক পরা যাবে না। ডেইলি মেইল

এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এবারের বিশ্বকাপের সবচেয়ে ‘আবেদনময়ী’উপাধি পাওয়া ইভানা নল। ক্রোয়েশিয়ার এই ডাইহার্ড ফ্যান একজন প্রাক্তন মিস ক্রোয়েশিয়া। কাতার বিশ্বকাপ নিয়ে তার ক্ষোভের মূল কারণ, দেশটিতে যথেষ্ট খোলামেলা পোশাক পরতে পারছেন না তিনি। 

২০১৮ বিশ্বকাপে খোলামেলা পোশাক পরে দারুণ আলোচনায় ছিলেন ইভানা নল। কিন্তু এবার তা না পারায় হতাশা শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। তাই বলে কাতারে তিনি খুব শালীন পোশাক পরে ঘুরছেন, তেমনটাও বলা যাবে। বুধবার(২৩ নভেম্বর) মরক্কোর বিপক্ষে নিজ দলকে সমর্থন করতে মাঠে ছিলেন ইভানা। সেখানে তিনি ক্রোয়েশিয়ার পতাকা আঁকা পোশাক পরেছেন। সেই পোশাক তুলনামূলকভাবে শালীন মনে হলেও কাতার কর্তৃপক্ষ যে নির্দেশনা দিয়েছে, তা অনুসরণ করা হয়নি বলে মনে করা হচ্ছে।


সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে কাতার বিশ্বকাপকে ‘ফুটবল বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে খারাপ আয়োজন’ বলে আখ্যা দিয়েছেন সাবেক এই মিস ক্রোয়েশিয়া। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘এমন সার্কাস দেখতে কোনো মানুষের কাতারে আসা উচিত নয়!’

কাতার বিশ্বকাপে মাঠ মাতাতে আসার কিছুদিন আগে বিকিনি পরা একটি ছবি শেয়ার দিয়ে ইভানা নল ক্যাপশনে লিখেছিলেন, কাতারে গিয়ে আমি কীভাবে পোশাক পরব? সেখানে এসে একজন কমেন্ট করেছেন, কাতারিরা তোমাকে তালা মেরে রাখবে! সম্পাদনা: খালিদ আহমেদ

এএ/কেএ/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়