শিরোনাম
◈ কাকে ভোট দেওয়া উচিত, জানালেন শায়খ আহমাদুল্লাহ ◈ বিনিয়োগ স্থবিরতা ও রাজস্ব ঘাটতি: নতুন সরকারের সামনে বড় আর্থিক চ্যালেঞ্জ ◈ বাংলাদেশে হঠাৎ বিদ্যুৎ সরবরাহ কমাল ভারত, শীতে লোডশেডিং ও গরমে বড় সংকটের আশঙ্কা ◈ পাসপোর্ট কেড়ে নিয়ে জোরপূর্বক চুক্তি, মিয়ানমার থেকে ফেরা বাংলাদেশিদের লোমহর্ষক বর্ণনা ◈ এবারও ভোট নিয়ে ষড়যন্ত্র হচ্ছে: ব্রাহ্মণবাড়িয়ায় তারেক রহমান (ভিডিও) ◈ শুক্রবার বি‌পিএ‌লের ফাইনা‌লে চট্টগ্রাম রয়‌্যালস ও রাজশাহী ওয়া‌রিয়র্স মু‌খোমু‌খি ◈ এবার ওষুধ আমদানিতে বাংলাদেশি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করলেন আফগান ব্যবসায়ীরা! ◈ নির্বাচনে ৪৫ ঋণখেলাপি, কেবলই আইনের মারপ্যাঁচ, না ক্ষমতার অপব্যবহার: প্রশ্ন বিশেষজ্ঞ-অর্থনীতিবিদদের ◈ শেখ হাসিনাকে ফিরিয়ে দেয়ার প্রসঙ্গে যা বলল জাতিসংঘ ◈ নির্বাচনী জনসংযোগে টুপি,ঘোমটা দিলে কি ভোট বেশি পাওয়া যায়?

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২৬, ১২:১৩ রাত
আপডেট : ২৩ জানুয়ারী, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

শুক্রবার বি‌পিএ‌লের ফাইনা‌লে চট্টগ্রাম রয়‌্যালস ও রাজশাহী ওয়া‌রিয়র্স মু‌খোমু‌খি

স্পোর্টস ডেস্ক : আজ ২৩ জানুয়া‌রি (শুক্রবার) সন্ধ‌্যা ৬টায় বিপিএলের ফাইনালে চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে মাঠে নামবে রাজশাহী ওয়ারিয়র্স। গুরুত্বপূর্ণ এই ম্যাচে জয় ছাড়া অন্য কোনো চিন্তা করছেন না দলটির উইকেট কিপার ব্যাটার আকবর আলী।

বাংলাদেশ ক্রিকেটে একটা মিথ প্রচলিত আছে, আকবর ক্যাপ্টেন মানেই দল চ্যাম্পিয়ন। তবে রাজশাহী এবার তার নেতৃত্বে খেলছে না। শুধু প্লেয়ার হিসেবে খেলছেন আকবর। তারপরও শিরোপা ছাড়া অন্য কোনো ভাবনা নেই উইকেট কিপার এ ব্যাটারের।

আকবর বলেন, ‘যখন দল করা হয় তখন ম্যানেজমেন্ট, প্রত্যেক প্লেয়ারদের মধ্যে কথা হচ্ছিল অবশ্যই আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্যই খেলবো। তবে গ্রুপ পর্ব ধরে ধরে। এখন যেহেতু আমরা ফাইনালে চলে এসেছি। আর কোনো দ্বিতীয় চিন্তা নেই। অবশ্যই চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলবো।

এবারের বিপিএলে এখন পর্যন্ত দুইশো রানের ইনিংস দেখা যায়নি। তবে বেশ কিছু হয়েছে টানটান ম্যাচ। বড় রান করেও হেরেছে অনেক দল। বড় রান না হওয়ার পেছনে উইকেটকে দায়ী করছেন রাজশাহীর হেড কোচ হান্নান সরকার। তবে বাস্তবাও তুলে ধরেছেন জাতীয় দলের সাবেক এ ক্রিকেটার।

হান্নান বলেন, ‘উইকেটের কথা যদি বলেন, সিলেটে আমরা যে ধরণের উইকেট প্রত্যাশা করি। প্রত্যাশা শতভাগ মিট না করলেও বেশ ভালোভাবেই মিট করেছিল। একটা ভেন্যুতে যখন ২৪টা ম্যাচ খেলবেন, উইকেটের কোয়ালিটি স্বাভাবিকভাবেই খারাপ হবে। কিন্তু প্লেয়াররা সেটাও মানিয়ে নিয়ে ভালো খেলার চেষ্টা করেছে। খারাপ ছিল না আমি বলব।

তবে ফাইনালে বড় রানের আশা করছেন হান্নান। ফ্রেশ উইকেটে খেলা হওয়ার কারণে তার বিশ্বাস বড় রান দেখবেন সমর্থকরা। হান্নান বলেন, ‘তবে মিরপুরের যে বিষয়টা আমি বলব, মিরপুরে সবসময় আমরা একটা দ্বিধার মধ্যে থাকি। এবার তার ব্যতিক্রম নায়।

তবে গতকাল যে উইকেটে আমরা ম্যাচটা খেললাম। এই উইকেটটা যদি আপনারা দেখেন, এই উইকেটে গত দিনও কিন্তু দুইটা একশো হয়েছিল। গতকালও যথেষ্ট ভালো উইকেট মনে হয়েছে। ফাইটিং স্কোরই ছিল ১৬০ প্লাস। যতদূর জানি, শুক্রবার নতুন একটা উইকেটে খেলা হবে, একদম ফ্রেশ। ঘাসও একটু কম থাকবে। আমরা যেটা বলি, স্পোর্টিং উইকেট। ১৮০ থেকে ২০০ রানের যাতে খেলা হয় দর্শকরা, ক্রিকেট বোর্ড ও আমরাও চাচ্ছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়