শিরোনাম
◈ ফুটবল বিশ্বকাপের আগে ১,২৪৮ জন খে‌লোয়াড়‌কে ডি‌জিটাল স্ক্যান! আসতে চলেছে ফিফার নতুন নিয়ম  ◈ তারেক রহমানের নেতৃত্বে প্রতিহিংসামুক্ত ও সৌহার্দ্যপূর্ণ রাজনীতির প্রত্যাশা জাপার ◈ ইরানে হামলার ব্যাপারে ‘গুরুত্বের সঙ্গে’ ভাবছেন ট্রাম্প ◈ নতুন রাজনৈতিক শক্তি গঠনে আবারও সক্রিয় হওয়ার ইঙ্গিত মাহফুজ আলমের ◈ সিরিয়ায় আইএসের লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলা ◈ ‘মুজিব ভাই’ বিতর্ক: ৪২ কোটি যেভাবে ৪ হাজার কোটি টাকা হলো ◈ পাকিস্তানি জেএফ-১৭ যুদ্ধবিমানের বিশেষত্ব কী, কেন কিনতে আগ্রহী বাংলাদেশ? ◈ মোটরসাইকেল কিনলে দুটি হেলমেট ফ্রি দেওয়া বাধ্যতামূলক হচ্ছে: বিআরটিএ চেয়ারম্যান ◈ চিনি দিয়ে নকল খেজুরের রস বানিয়ে বোকা বানানো হচ্ছে ক্রেতাদের!(ভিডিও) ◈ 'মা আমাকে ছেড়ে যেও না', ডিভোর্সের পর সন্তান নিতে চাইল না কেউ, বুক ফাটা দৃশ্য ভাইরাল! (ভিডিও)

প্রকাশিত : ১০ জানুয়ারী, ২০২৬, ০৭:৪০ বিকাল
আপডেট : ১১ জানুয়ারী, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশ বিষয়ে বিসিসিআইয়ের সঙ্গে বসছেন আইসিসি সভাপতি, যে আলোচনা হতে পারে

টি–টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে বাংলাদেশ দলের ভারত সফর নিয়ে তৈরি হওয়া জটিলতা নিরসনে রোববার (১১ জানুয়ারি) ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ। খবর এনডিটিভির। 

মুস্তাফিজুর রহমান ইস্যুকে কেন্দ্র করে ভারতে বাংলাদেশের না খেলতে চাওয়ার ইস্যুটি ক্রমেই জটিল আকার ধারণ করছে। আইসিসিকে পাঠানো প্রথম চিঠিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাদের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে অন্যত্র আয়োজনের অনুরোধ জানায়। বিকল্প ভেন্যু হিসেবে শ্রীলঙ্কার নামও উল্লেখ করা হয়। তবে পরবর্তী চিঠিতে নিরাপত্তা সংক্রান্ত কিছু দাবি তোলে বাংলাদেশ। 

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, দ্বিতীয় চিঠিতে বিসিবি স্পষ্ট করে জানায়, বিষয়টি আর শুধু লজিস্টিকস বা ভ্রমণ নিরাপত্তার মধ্যে সীমাবদ্ধ নেই। (বাংলাদেশ) বোর্ডের ভাষ্য অনুযায়ী, দেশের জাতীয় মর্যাদা ক্ষুণ্ন হয়েছে।

বিসিবি দাবি করেছে, ভারত সফর এড়ানো সম্ভব না হলে বিশ্বকাপ দলের প্রতিটি সদস্যের জন্য আলাদা আলাদা ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে হবে। খেলোয়াড়, কোচ, সাপোর্ট স্টাফ ও কর্মকর্তাসহ পুরো বহরকেই এই নিরাপত্তার আওতায় আনতে হবে।

এই দাবির সমাধান এখন জয় শাহর টেবিলে। তবে এখনো পর্যন্ত আইসিসির পক্ষ থেকে বাংলাদেশ বোর্ডকে কোনো আনুষ্ঠানিক জবাব দেয়া হয়নি। প্রথম ধাপে জয় শাহকে বিসিসিআই ও আইসিসির অপারেশনস টিমের সঙ্গে বসে টুর্নামেন্টের বিদ্যমান নিরাপত্তা ও আয়োজন পরিকল্পনা পর্যালোচনা করতে হবে। সেখানে খতিয়ে দেখা হবে, বাংলাদেশ দলের উদ্বেগের জায়গাটি কোথায় কিংবা আইসিসির সহমর্মিতার ঘাটতি ছিল কি না।

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, জয় শাহর জন্য সবচেয়ে কঠিন কাজ হলো বাংলাদেশ বোর্ডের সঙ্গে সরাসরি আলোচনায় বসে এমন একটি সমাধান খুঁজে বের করা, যাতে বাংলাদেশ দলকে কোনো চাপের মুখে পড়তে না হয়। একই সঙ্গে বিশ্বকাপের কাঠামো ও মর্যাদাও অক্ষুণ্ন রাখতে হবে। নিরাপত্তা নিয়ে সুস্পষ্ট নিশ্চয়তা, আরও পরিস্কার যোগাযোগ কিংবা ম্যাচ আয়োজনের ক্ষেত্রে নমনীয়তা দেখাতে হতে পারে আইসিসিকে। 

বিশ্বকাপে বাংলাদেশের খেলার গুরুত্ব আছে। দেশটিকে বাদ দেয়া মানেই আইনি ও রাজনৈতিক জটিলতা বাড়ানো। এমন সিদ্ধান্ত নিতে হলে আইসিসি বোর্ডের ভোটও প্রয়োজন হবে। এতে আইসিসি ও এশিয়ান ক্রিকেট কাউন্সিল; উভয়ের ভেতরের ভারসাম্য নড়বড়ে হয়ে যেতে পারে। পাশাপাশি ভবিষ্যৎ টুর্নামেন্টের জন্য এটি বিপজ্জনক নজিরও স্থাপন করবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়