শিরোনাম
◈ তফশিল ঘোষণার তারিখ এখনো ঠিক হয়নি: ইসি সচিব ◈ কৃষ্ণ সাগরে ড্রোন হামলার পর পাঁচ দিন ধরে বিপদে ১০ নাবিক, তাদের একজন বাংলাদেশি প্লাবন ◈ খালেদা জিয়াকে নিয়ে আসিফ মাহমুদের ফেসবুক পোস্ট, যা লিখলেন ◈ সব কিছু প্রস্তুত করা হচ্ছে, তারেক রহমান ফিরবেন যেকোনো সময়: আমীর খসরু ◈ পেট্রাপোলের জটিলতায় বেনাপোলে আটকে ১৫০ সুপারি ট্রাক, প্রতিদিন লাখ টাকার ক্ষতি রফতানিকারকদের ◈ বিদেশ নেওয়ার ক্ষেত্রে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনা করা হচ্ছে: ডা. জাহিদ হোসেন (ভিডিও) ◈ মহানবীর রওজা জিয়ারতে নতুন নিয়ম ও সময়সূচি ঘোষণা ◈ আইজিপি বাহারুলের বরখাস্ত চেয়ে প্রধান উপদেষ্টার কাছে আবেদন ◈ শেখ হাসিনা ভারতে থাকবেন কি না তাকেই সিদ্ধান্ত নিতে হবে: এস জয়শঙ্কর ◈ সাম‌নে হ‌বে ভোটের আগে জোট, পর্দার আড়ালে 'আন্ডারস্ট্যান্ডিং'

প্রকাশিত : ০৬ ডিসেম্বর, ২০২৫, ০৫:৫২ বিকাল
আপডেট : ০৬ ডিসেম্বর, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এক বছরে দুই বিশ্বকাপ: একই সঙ্গে ক্রিকেট–ফুটবলে খেলবে যে ৭ দেশ

আগামী বছরের ৭ ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। যেখানে খেলবে ২০ দল। একই বছরে ১১ জুন শুরু হবে হবে ফুটবল বিশ্বকাপ। যেখানে প্রথমবারের মতো অংশ নেবে সর্বোচ্চ ৪৮ দল।

শুক্রবার (৫ ডিসেম্বর) দিবাগত রাতে ওয়াশিংটন ডিসির জন এফ. কেনেডি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে আসন্ন ফুটবল বিশ্বকাপের ড্র। অন্যদিকে, টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচিও এরই মধ্যে প্রকাশ পেয়েছে।

একই বছরে অনুষ্ঠিত হতে যাওয়া এই দুই বিশ্বকাপে খেলবে ৭টি দেশ। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ফুটবল বিশ্বকাপে এখন পর্যন্ত খেলা নিশ্চিত হয়েছে দক্ষিণ আফ্রিকা, কানাডা, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের।

দক্ষিণ আফ্রিকা ফুটবল বিশ্বকাপে পড়েছে ‘এ’ গ্রুপে। এই গ্রুপে আরও আছে স্বাগতিক মেক্সিকো, দক্ষিণ কোরিয়া, ইউরোপিয়ান প্লে-অফ ‘ডি’–জয়ী দল (এখনো নিশ্চিত হয়নি)।

আর ক্রিকেট বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা পড়েছে ‘ডি’ গ্রুপে, সেখানে তারা খেলবে নিউজিল্যান্ড, আফগানিস্তান, কানাডা ও আরব আমিরাতের সঙ্গে।

কানাডা ফুটবল বিশ্বকাপে আছে ‘বি’ গ্রুপে। তাদের প্রতিপক্ষ কাতার, সুইজারল্যান্ড, ইউরোপিয়ান প্লে-অফ ‘এ’–জয়ী দল (এখনো নিশ্চিত হয়নি)। ক্রিকেট বিশ্বকাপে তারা ও দক্ষিণ আফ্রিকা ‘ডি’ গ্রুপে খেলবে।

ফুটবল বিশ্বকাপের অন্যতম স্বাগতিক দেশ যুক্তরাষ্ট্র পড়েছে ‘বি’ গ্রুপে। তাদের খেলতে হবে প্যারাগুয়ে, অস্ট্রেলিয়া, ইউরোপিয়ান প্লে-অফ ‘সি’–জয়ী দলের (এখনো নিশ্চিত হয়নি) বিপক্ষে। আর ক্রিকেট বিশ্বকাপে তারা পড়েছে ‘এ’ গ্রুপে, সেখানে খেলতে হবে ভারত, পাকিস্তান, নামিবিয়া ও নেদারল্যান্ডস বিপক্ষে।

যুক্তরাষ্ট্রের মতো ফুটবল বিশ্বকাপে অস্ট্রেলিয়াও ‘ডি’ গ্রুপে খেলবে। ক্রিকেট বিশ্বকাপে অস্ট্রেলিয়া পড়েছে ‘বি’ গ্রুপে, সেখানে তাদের খেলতে হবে শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড ও ওমানের সঙ্গে।

ফুটবল বিশ্বকাপে নেদারল্যান্ডস আছে ‘এফ’ গ্রুপে। আর ক্রিকেট বিশ্বকাপে ‘এ’ গ্রুপে। ফুটবল বিশ্বকাপে তাদের খেলতে হবে জাপান, তিউনিশিয়া, ইউরোপিয়ান প্লে-অফ ‘বি’–জয়ী দলের বিপক্ষে। ক্রিকেট বিশ্বকাপে নিজেদের গ্রুপে তাদের প্রতিপক্ষ ভারত, পাকিস্তান, যুক্তরাষ্ট্র ও নামিবিয়া।

ফুটবল বিশ্বকাপে ‘জি’ গ্রুপে নিউজিল্যান্ড। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ বেলজিয়াম, মিসর ও ইরান। ক্রিকেট বিশ্বকাপে তারা আছে ‘ডি’ গ্রুপে, খেলবে দক্ষিণ আফ্রিকা,আফগানিস্তান, কানাডা ও আরব আমিরাতের বিপক্ষে।

ইংল্যান্ড ফুটবল বিশ্বকাপে খেলবে ‘এল’ গ্রুপে। ক্রোয়েশিয়া, ঘানা ও পানামার বিপক্ষে খেলবে তারা। ক্রিকেট বিশ্বকাপে ইংল্যান্ড আছে ‘সি’ গ্রুপে, তাদের খেলতে হবে বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ, ইতালি ও নেপালের সঙ্গে।

ক্রিকেট ও ফুটবল দুই বিশ্বকাপে খেলবে—এমন দেশের সংখ্যাটা আরও বাড়তেও পারে। ফুটবল বিশ্বকাপের ৪৮ দলের মধ্যে ৪২টি দলের বিশ্বকাপ নিশ্চিত হয়েছে। বাকি ৬ দলের প্লে-অফের লড়াই শেষে বিশ্বকাপ নিশ্চিত করতে হবে তাদের। এই প্লে–অফের লড়াইয়ে আছে ইতালি, নর্দান আয়ারল্যান্ড ও জ্যামাইকা।

প্রথমবারের মতো টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলবে ইতালি। আয়ারল্যান্ডও আছে বিশ্বকাপে। জ্যামাইকা সরাসরি ক্রিকেট বিশ্বকাপে নেই, তবে তাদের প্রতিনিধি হয়ে আছে ওয়েস্ট ইন্ডিজ। মানে এরা বিশ্বকাপ নিশ্চিত করলে ক্রিকেট ও ফুটবল দুই বিশ্বকাপে খেলা দেশের সংখ্যা বাড়বে।

সূত্র: ইত্তেফাক

  • সর্বশেষ
  • জনপ্রিয়