শিরোনাম
◈ কৃষ্ণ সাগরে ড্রোন হামলার পর পাঁচ দিন ধরে বিপদে ১০ নাবিক, তাদের একজন বাংলাদেশি প্লাবন ◈ খালেদা জিয়াকে নিয়ে আসিফ মাহমুদের ফেসবুক পোস্ট, যা লিখলেন ◈ সব কিছু প্রস্তুত করা হচ্ছে, তারেক রহমান ফিরবেন যেকোনো সময়: আমীর খসরু ◈ পেট্রাপোলের জটিলতায় বেনাপোলে আটকে ১৫০ সুপারি ট্রাক, প্রতিদিন লাখ টাকার ক্ষতি রফতানিকারকদের ◈ বিদেশ নেওয়ার ক্ষেত্রে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনা করা হচ্ছে: ডা. জাহিদ হোসেন (ভিডিও) ◈ মহানবীর রওজা জিয়ারতে নতুন নিয়ম ও সময়সূচি ঘোষণা ◈ আইজিপি বাহারুলের বরখাস্ত চেয়ে প্রধান উপদেষ্টার কাছে আবেদন ◈ শেখ হাসিনা ভারতে থাকবেন কি না তাকেই সিদ্ধান্ত নিতে হবে: এস জয়শঙ্কর ◈ সাম‌নে হ‌বে ভোটের আগে জোট, পর্দার আড়ালে 'আন্ডারস্ট্যান্ডিং' ◈ ‘জুবাইদা রহমানের রাজনৈতিক সিদ্ধান্ত তার নিজস্ব’

প্রকাশিত : ০৬ ডিসেম্বর, ২০২৫, ০৬:০২ বিকাল
আপডেট : ০৬ ডিসেম্বর, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

গ্রিভস ও রোচের লড়াই‌য়ে নিউ‌জিল‌্যা‌ন্ডের বিরু‌দ্ধে ড্র করলো ও‌য়েস্ট উইন্ডিজ

স্পোর্টস ডেস্ক : শাই হোপ ও জাস্টিন গ্রিভসের প্রতিরোধের পর দ্রুত দুই উইকেট হারিয়ে পরাজয়ের শঙ্কায় পড়েছিল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু দুই পেসার ছাড়াই শেষ দিন মাঠে নামা নিউ জিল্যান্ডের সামনে প্রতিরোধের দেয়াল গড়ে তা আর হতে দেননি গ্রিভস। তাকে যোগ্য সঙ্গ দিয়ে মাটি কামড়ে ক্রিজে পড়ে থাকলেন কেমার রোচও। দুই সেশনের বেশি সময় ব্যাটিং করে ক্যারিবিয়ানদের এনে দিলেন দারুণ এক ড্র।

৫৩১ রানের লক্ষ্য তাড়ায় শনিবার ক্রাইস্টচার্চে সিরিজের প্রথম টেস্টের শেষ দিন ওয়েস্ট ইন্ডিজের দরকার ছিল ৩১৯ রান, হাতে ছিল ৬ উইকেট। ৬ উইকেটে ৪৫৭ রান তোলার পর দিনের ৩ বল বাকি থাকতে ড্র মেনে নেয় কিউইরা। --- অলআউট স্পোর্টস

ক্যারিয়ারের প্রথম দ্বিশতক হাঁকানো গ্রিভস অপরাজিত থাকেন ২০২ রানে। ম্যাচসেরাও হয়েছেন তিনি। ডানহাতি এই ব্যাটার তার ৩৮৮ বলের ইনিংসটি সাজান ১৯ চারে। অপর প্রান্তে ২৩৩ বল টিকে থেকে প্রথম শ্রেণির ক্যারিয়ারের সর্বোচ্চ ৫৮ রানে অপরাজিত থাকেন রোচ। নিজের খেলা শেষ ১০৪ বলে স্রেফ ৫ রান নেন তিনি।

সপ্তম উইকেটে ৪১০ বলে ১৮০ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন গ্রিভস ও রোচ।

আগের দিন ৭২ রানে ৪ উইকেট হারানোর পর ওয়েস্ট ইন্ডিজকে বিপর্যয়ের হাত থেকে বাঁচান হোপ-গ্রিভস জুটি। পরাজয় এড়াতে ৪ উইকেটে ২১২ রান নিয়ে দিনের শুরুটা দেখেশুনেই করেন তারা। তবে দিনের ১৯তম ওভারে তাদের প্রতিরোধ ভেঙে দেন জ্যাকব ডাফি। ১৪০ রান করা হোপকে কট বিহাইন্ড করিয়ে ১৯৬ রানের জুটি ভাঙেন ডানহাতি এই পেসার। খানিকবাদে টেভিন ইমলাককে (৪) এলবিডাব্লিউর ফাঁদে ফেলেন জ্যাক ফোকস।

দুই সেশনের বেশি সময় বাকি থাকায় ২৭৭ রানে ৬ উইকেট হারানো ক্যারিবিয়ানদের পরাজয় অনেকটাই নিশ্চিত মনে হচ্ছিল। কিন্তু চোটের কারণে দুই পেসার ম্যাট হেনরি ও ন্যাথান স্মিথ না থাকায় বোলিংয়ে ভুগতে হয় নিউ জিল্যান্ডকে।

মধ্যাহ্ন ভোজের বিরতির পর ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন গ্রিভস। চা বিরতির আগে ক্যারিয়ারের প্রথম ফিফটির দেখা পান রোচ। শেষ সেশনে ৩২ ওভার ৩ বল ব্যাটিং করে ৫৮ রান তোলেন তারা।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে কেইন উইলিয়ামসনের ফিফটিতে ২৩১ রানে অলআউট হয় নিউ জিল্যান্ড। জবাবে ডাফির পেস তোপে ১৬৭ রানে নিজেদের প্রথম ইনিংসে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ৬৪ রানে এগিয়ে থেকে ব্যাটিংয়ে নামা কিউইরা অধিনায়ক টম ল্যাথাম ও রাচিন রবীন্দ্রর সেঞ্চুরিতে ৮ উইকেটে ৪৬৬ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে।

আগামী বুধবার ওয়েলিংটনে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়