শিরোনাম
◈ 'এখনই তত্ত্বাবধায়ক' দাবি থেকে কেন সরে এলো বিএনপি ও জামায়াত? ◈ ভূমিকম্পে কেঁপে উঠলো কলকাতাও ◈ আর্থিক দুর্নীতির মামলায় প্রিয়াঙ্কা গান্ধীর স্বামীর বিরুদ্ধে দিল্লির আদালতে চার্জশিট জমা ◈ হামজা চৌধুরীর অভিনন্দন বার্তা পে‌য়ে বিস্মিত মুশফিকুর র‌হিম ◈ ঢাকাসহ বাংলাদেশের অন্যান্য স্থানে ৫.২ মাত্রার ভূমিকম্প ◈ ভারত–বাংলাদেশ নিরাপত্তা সংলাপ: দুই দিনের বৈঠকে ‘ইতিবাচক বার্তা’ ◈ পেশাগত নিরাপত্তা, স্বাস্থ্য ও কর্মক্ষেত্র নিরাপত্তায় বৈপ্লবিক অগ্রগতি—আইএলওর ১০টি মৌলিক দলিল অনুমোদন করলো বাংলাদেশ ◈ প্রবাসী ভোটারদের রেকর্ড সাড়া—পোস্টাল ভোট অ্যাপে কোরিয়া-জাপান এগিয়ে ◈ সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণে সম্মতি খালেদা জিয়ার ◈ আজ সশস্ত্র বাহিনী দিবস

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২৫, ১১:১৪ দুপুর
আপডেট : ২১ নভেম্বর, ২০২৫, ১১:১৪ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

হামজা চৌধুরীর অভিনন্দন বার্তা পে‌য়ে বিস্মিত মুশফিকুর র‌হিম

স্পোর্টস ডেস্ক : মুশ‌ফিকুর র‌হিম নিজের শততম টেস্ট ম্যাচ খেলতে নেমে তারকা ফুটবলার হামজা চৌধুরীর কাছ থেকে শুভেচ্ছা বার্তা পেয়েছেন। টেস্টের দ্বিতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে এসে মুশফিক সেই ভিডিও বার্তা দেখে অবাক হয়েছেন। জবাবে হামজাকেও ধন্যবাদ জানান মুশফিক।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) ঢাকা টেস্টের দ্বিতীয় দিনে শতক তুলে নেন অভিজ্ঞ ব্যাটার মুশফিক। এরপর দ্বিতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে আসেন মুশফিক এবং সেখানে সাংবাদিকরা তাকে প্রশ্ন করে হামজা চৌধুরির ভিডিও বার্তা নিয়ে। মুশফিক জানান, সকালে ম্যানেজারের মোবাইলের মাধ্যমে তিনি হামজা চৌধুরীর বার্তাটি দেখেছেন। 

মুশফিক বলেন,‘হ্যাঁ, আমি আজ সকালে শুনেছি। আমি সত্যি অবাক হয়েছি এবং এটা দেখে খুশি হয়েছি। আশা করছি যদি সামনাসামনি কখনো দেখা হয়, ধন্যবাদ জানাব।

এর আগে, মুশফিকের ১০০তম টেস্ট উপলক্ষে হামজা চৌধুরী সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও বার্তা দেন। সেখানে বাংলাদেশের এই তারকা ফুটবলার বলেন,‘আসসালামু আলাইকুম মুশফিক ভাই, আমাদের দেশের বড় একজন কিংবদন্তী আপনি। আপনাকে নিয়ে গর্ববোধ করি। আপনার ১০০তম টেস্টের জন্য অভিনন্দন। ইনশাআল্লাহ আগামীকাল সেরাটা হবে।

উল্লেখ্য, মুশফিক বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ১০০ টেস্ট খেলার মাইলফলক স্পর্শ করেছে আয়ারল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্ট খেলার মধ্য দিয়ে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়