স্পোর্টস ডেস্ক: ম্যাচ হারলেও চোখ জুড়ানো পাফরমেন্স ছিলো ওয়েস্ট ইন্ডিজের। নেলসনে তৃতীয় টি-টোয়েন্টিতে এক রোমাঞ্চকর লড়াই দেখল ক্রিকেট বিশ্ব। ১৭৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১২.৩ ওভারে ৮৮ রানে ৮ উইকেট হারিয়ে বসে ওয়েস্ট ইন্ডিজ। সেখান থেকে শামার স্প্রিংগার ও রোমারিও শেফার্ড দলকে অবিশ্বাস্যভাবে লড়াইয়ে ফিরিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত ৯ রানে জিতে পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল নিউজিল্যান্ড।
সিরিজের প্রথম দুই ম্যাচের মতো এই ম্যাচটিও নাটকীয় মোড় নিয়েছিল। ৮ উইকেট পড়ে যাওয়ার পরও ওয়েস্ট ইন্ডিজের আশা জিইয়ে রাখেন স্প্রিংগার ও শেফার্ড। নবম উইকেটে মাত্র ৩৯ বলে তারা যোগ করেন ৭৮ রান। এই উইকেট জুটিতে এটাই দেশটির সর্বোচ্চ রান। --- অলআউট স্পোর্টস
৪৫ বলে ৯০ থেকে এক সময় সমীকরণ নেমে আসে ৭ বলে ১৩ রানে। কিন্তু ১৯তম ওভারের শেষ বলে জ্যাকব ডাফি দারুণ এক রিটার্ন ক্যাচ নিয়ে ফেরান ২০ বলে ৩৯ রান করা স্প্রিংগারকে। এরপর শেষ ওভারে ১২ রান দরকার ছিল। দ্বিতীয় ম্যাচের মতোই দায়িত্ব নেন কাইল জেমিসন।
প্রথম চার বলে মাত্র দুই রান দেওয়ার পর পঞ্চম বলে শেফার্ডকে (৩৪ বলে ৪৯ রান) আউট করে ওয়েস্ট ইন্ডিজকে ১৬৮ রানে গুটিয়ে দেন তিনি।
আগে টসে জিতে ব্যাটিং নিয়ে ৯ উইকেট হারিয়ে ১৭৭ রান তোলে স্বাগতিকরা। ডেভন কনওয়ে ৩৪ বলে ৫৬ এবং ড্যারিল মিচেল ২৪ বলে ৪১ রান করেন। ইনিংস বড় হওয়ার ইঙ্গিত থাকলেও তিনটি রান আউট এবং ম্যাথিউ ফোর্ড ও জেসন হোল্ডার দুই উইকেট করে নেওয়ায় বড় স্কোর আসেনি। ফোর্ড ২ উইকেট নেন ২০ রান দিয়ে। হোল্ডার নেন ৩১ রান দিয়ে ২ উইকেট।
ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের শুরুতেই জ্যাকব ডাফি দুই উইকেট নিয়ে অতিথিদের চাপে ফেলেন। এরপর ইশ সোধি ৩ উইকেট নিয়ে প্রতিপক্ষকে প্রায় ছিটকে দিয়েছিলেন ম্যাচ থেকে। সেখান থেকে স্প্রিংগার–শেফার্ড নাটকীয় প্রত্যাবর্তনের স্বপ্ন দেখালেও শেষ পর্যন্ত আবারও অল্পের জন্য ম্যাচ হাতছাড়া হলো ক্যারিবীয়দের। সোধি ৩৪ রান দিয়ে নেন ৩ উইকেট। ডাফি ৩ উইকেট নেন ৩৬ রান দিয়ে।