শিরোনাম
◈ ফ্লোটিলার সর্বশেষ জাহাজটিও আটক করল ইসরাইল ◈ গণ-অভ্যুত্থানের পর পলাতক ৮১ পুলিশ কর্মকর্তা, ইন্টারপোলের সহায়তা চেয়েছে বাংলাদেশ ◈ এক গাছেই লাখ টাকার ফল, দুই বিঘায় ২০ লাখ টাকা! (ভিডিও) ◈ কী হবে, কে জিতবে আগামী নির্বাচনে? নির্বাচনের ফল নিয়ে অনিশ্চয়তা: ‘সহজ ভেবেছিলাম, কিন্তু ভুল হচ্ছিল’: মাসুদ কামাল ◈ যুক্তরাজ্যে ইহুদি উপাসনালয়ে হামলাকারীর পরিচয় প্রকাশ ◈ ভারতের যে গ্রামে নবীদের কবর রয়েছে! ◈ গাজার দিকে ছুটছে ফ্লোটিলার শেষ জাহাজ; পিছু না হটার ঘোষণা! (ভিডিও) ◈ বিশ্বকাপ বাছাই, দুই ম‌্যা‌চের জন্য দল ঘোষণা ফ্রান্স ও জার্মানির ◈ চল‌ছি‌লো ধর্মীয় উৎসব, গির্জার কাঠামো ধসে ৩৬ জন নিহত ◈ প্রধান উপদেষ্টার কথায় রাজ‌নৈ‌তিক নেতা‌দের ম‌ধ্যে যত বিভ্রান্তি 

প্রকাশিত : ০৩ অক্টোবর, ২০২৫, ১১:৪০ দুপুর
আপডেট : ০৩ অক্টোবর, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

বিশ্বকাপ বাছাই, দুই ম‌্যা‌চের জন্য দল ঘোষণা ফ্রান্স ও জার্মানির

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়ন্স লিগে গালাতাসারাইয়ের বিপক্ষে অস্বস্তি নিয়ে মাঠ ছাড়েন হুগো একিতিকে। তবে তাকে নিয়েই ২৩ সদস্যের দল ঘোষণা করেছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা।

সেপ্টেম্বরের বিশ্বকাপ বাছাইয়ের দুই ম্যাচ দিয়ে ফ্রান্স দলে প্রথমবারের মতো ডাক পান একিতিকে। ইউক্রেইনের বিপক্ষে জাতীয় দলে অভিষেক হয় ২৩ বছর বয়সি এই স্ট্রাইকারের। পরে খেলেন আইসল্যান্ডের বিপক্ষেও। --- সময়‌নিউজ

এদিকে ফ্রান্সের দলে নতুন মুখ জিন-ফিলিপ মাতেতা। চলতি মৌসুমে ক্রিস্টাল প্যালেসের হয়ে দারুণ ফর্মে আছেন তিনি। ফ্রান্সের আক্রমণভাগে আরও আছেন রিয়াল মাদ্রিদের তারকা কিলিয়ান এমবাপ্পে, পিএসজির ব্রাডলি বারকোলা ও কিংসলে কোমান। তবে ইনজুরির কারণে দলে ডাক পাননি ব্যালন ডি'অর জয়ী তারকা উসমান দেম্বেলেকে।

আগামী ১১ অক্টোবর ঘরের মাঠে আজারবাইজানের বিপক্ষে খেলবে ফ্রান্স। ১৪ অক্টোবর আইসল্যান্ডের মাঠে খেলবে তারা।

ফ্রান্সের পাশাপাশি বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে দল ঘোষণা করেছে জার্মানিও। হতাশাময় এই পথচলা থেকে ঘুরে দাঁড়াতে চায় নাগেলসম্যানের দল। ইনজুরির কারণে রিয়াল মাদ্রিদের আন্টোনিও রুডিগার ও বায়ার্ন মিউনিখের জামাল মুসিয়ালাকে পাবে না জার্মানি। তবে বরুশিয়া ডর্টমুন্ডের সেন্টার-ব্যাক নিকো শ্লটারবেককে ফিরে পেয়েছেন নাগেলসম্যান।

মাঝ মাঠে রয়েছেন অভিজ্ঞ লিওন গোরেটজকা ও জোশুয়া কিমিচ। জার্মানি তাদের আক্রমণ ভাগ সাজিয়েছে তরুণদের নিয়ে। মূলত তিনজন স্ট্রাইকারকে নিয়েছে তারা। তাদের মধ্যে রয়েছেন ডর্টমুন্ডের ম্যাক্সিমিলিয়ান বেয়ার, ফ্রাঙ্কফুর্টের জোনাথন বুর্কার্ড এবং নিউক্যাসলের নিক ওলটেমাডে। আগামী ১০ অক্টোবর বাছাইয়ে পরের ম্যাচের লুক্সেমবার্গের মুখোমুখি হবে জার্মানি। এর তিন দিন পর তারা খেলবে নর্দান আয়ারল্যান্ডের বিপক্ষে।

ফ্রান্সের দল 

গোলরক্ষক: লুকাস শেভালিয়ার (পিএসজি), মাইক ম্যাগনান (এসি মিলান), ব্রাইস সাম্বা (রেনেস)
ডিফেন্ডার: লুকাস ডিগনে (অ্যাস্টন ভিলা), মালো গুস্তো (চেলসি), ইব্রাহিমা কোনাতে (লিভারপুল), জুলস কুন্দে (বার্সেলোনা), এল. হার্নান্দেজ (পিএসজি), টি. হার্নান্দেজ (আল-হিলাল), উইলিয়াম সালিবা (আর্সেনাল), ডেওট উপমেকানো (বায়ার্ন মিউনিখ)

মিডফিল্ডার: এদুয়ার্দো কামাভিঙ্গা (রিয়াল মাদ্রিদ), মানু কোনে (রোমা), মাইকেল ওলিসে (বায়ার্ন মিউনিখ), আদ্রিয়েন রাবিওট (মিলান), খেফ্রেন থুরাম (জুভেন্টাস)।

ফরোয়ার্ড: ম্যাগনেস আকলিউচে (মোনাকো), ব্র্যাডলি বারকোলা (পিএসজি), কিংসলে কোমান (আল-নাসর), হুগো একিতিকে (লিভারপুল), জিন-ফিলিপ মাতেতা (ক্রিস্টাল প্যালেস), কিলিয়ান এমবাপ্পে (রিয়াল মাদ্রিদ) এবং ক্রিস্টোফার এনকুনকু (মিলান)।

জার্মানির দল

গোলরক্ষক: অলিভার বাউম্যান, আলেকজান্ডার নুবেল, ফিন দাহমেন 
ডিফেন্ডার: ওয়াল্ডেমার অ্যান্টন, রিডল বাকু, নাথানিয়াল ব্রাউন, রবিন কোচ, ডেভিড রাউম, নিকো শ্লটারবেক, জোনাথন তাহ

মিডফিল্ড: করিম আদেয়েমি, নাদিম আমিরি, রবার্ট অ্যান্ড্রিচ, সার্জ জিনাব্রি, লিওন গোরেটজকা, জোশুয়া কিমিচ, জেমি লেভেলিং, ফেলিক্স নেমেচা, অ্যাঞ্জেলো স্টিলার, ফ্লোরিয়ান উইর্টজ

ফরোয়ার্ড: ম্যাক্সিমিলিয়ান বেয়ার, জোনাথন বুর্কার্ড ও নিক ওলটেমাডে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়