শিরোনাম
◈ ফ্লোটিলার সর্বশেষ জাহাজটিও আটক করল ইসরাইল ◈ গণ-অভ্যুত্থানের পর পলাতক ৮১ পুলিশ কর্মকর্তা, ইন্টারপোলের সহায়তা চেয়েছে বাংলাদেশ ◈ এক গাছেই লাখ টাকার ফল, দুই বিঘায় ২০ লাখ টাকা! (ভিডিও) ◈ কী হবে, কে জিতবে আগামী নির্বাচনে? নির্বাচনের ফল নিয়ে অনিশ্চয়তা: ‘সহজ ভেবেছিলাম, কিন্তু ভুল হচ্ছিল’: মাসুদ কামাল ◈ যুক্তরাজ্যে ইহুদি উপাসনালয়ে হামলাকারীর পরিচয় প্রকাশ ◈ ভারতের যে গ্রামে নবীদের কবর রয়েছে! ◈ গাজার দিকে ছুটছে ফ্লোটিলার শেষ জাহাজ; পিছু না হটার ঘোষণা! (ভিডিও) ◈ বিশ্বকাপ বাছাই, দুই ম‌্যা‌চের জন্য দল ঘোষণা ফ্রান্স ও জার্মানির ◈ চল‌ছি‌লো ধর্মীয় উৎসব, গির্জার কাঠামো ধসে ৩৬ জন নিহত ◈ প্রধান উপদেষ্টার কথায় রাজ‌নৈ‌তিক নেতা‌দের ম‌ধ্যে যত বিভ্রান্তি 

প্রকাশিত : ০৩ অক্টোবর, ২০২৫, ০৩:২১ দুপুর
আপডেট : ০৩ অক্টোবর, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কী হবে, কে জিতবে আগামী নির্বাচনে? নির্বাচনের ফল নিয়ে অনিশ্চয়তা: ‘সহজ ভেবেছিলাম, কিন্তু ভুল হচ্ছিল’: মাসুদ কামাল

বিএনপির ইমেজ জামায়াতে ইসলামী বেশি ক্ষুণ্ন করেছে বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষক ও সাংবাদিক মাসুদ কামাল। তিনি বলেছেন, ‘বিএনপি আঞ্চলিক পর্যায়ে যতটুকু না অপকর্ম করেছে, এর চেয়ে বেশি সেগুলোকে জনগণের সামনে তুলে ধরেছে জামায়াত। এতে বিএনপির ইমেজ আরো বেশি ক্ষুণ্ন হয়েছে।’  

নিজের ফেসবুক পেজে দেওয়া এক ভিডিওতে প্রধান উপদেষ্টার নিউইয়র্ক সফর ও দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে এ কথা বলেন তিনি।

মাসুদ কামাল বলেন, ‘ডাকসু নির্বাচনের আগ পর্যন্ত খুব বিনয়ী ভঙ্গিতে ছিল জামায়াত। ডাকসু ও জাকসুতে ব্যাপক জয় পাওয়ার পর তাদের নেতাদের কথা-বার্তা পরিবর্তন হয়ে গেছে। অতিআত্মবিশ্বাসী হয়ে পড়েছেন। তারা বোঝাতে চেয়েছেন এই ফলাফলই সারা দেশে হবে।

জামায়াত নেতাদের এই পরিবর্তনটা জনগণ ভালোভাবে নেয়নি।’ জামায়াত নেতারা চটকদার কথা বলছেন এবং একেক নেতা একেক রকম কথা বলছেন বলেও মন্তব্য করেন তিনি। এই সাংবাদিক আরো বলেন, ‘সামনের দিনগুলোতে দেশের রাজনীতি আবর্তিত হবে নির্বাচনকে কেন্দ্র করে। এই নির্বাচন কী হতে যাচ্ছে, নির্বাচন কিভাবে হবে? নির্বাচন কি শান্তিপূর্ণভাবে হতে পারবে? ড. ইউনূস যে প্রত্যাশা করেছিলেন এবং বলেছিলেন উনি ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন দেবেন।

সেটা কি উনি আদৌ দিতে পারবেন? এ সমস্ত প্রসঙ্গ সামনের দিনগুলোতে আসবে।’ তিনি বলেন, ‘এ মাসের মধ্যে হয়তো জুলাই সনদ নিয়ে কিছু কথা হবে। যে আলোচনাই হোক না কেন, মূল বিষয়টি থাকবে নির্বাচন। এটি নিয়ে যখন আলোচনা হবে, তখন আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। সেটি হলো— কে জিতবে নির্বাচনে? এই নির্বাচনে কি প্রতিদ্বন্দ্বিতা হবে? কারা প্রতিদ্বন্দ্বিতা করবে।

আওয়ামী লীগ থাকবে কি থাকবে না, আওয়ামী লীগ না থাকলে, প্রতিক্রিয়া কী হবে? আওয়ামী লীগের ভোট কোন দিকে যাবে? আওয়ামী লীগ কি আদৌ ভোট দিতে যাবে? এ সমস্ত প্রশ্ন অবধারিতভাবে উচ্চারিত হবে।’ 

মাসুদ কামাল বলেন, ‘অনেকেই প্রশ্ন করছেন, যদি নির্বাচন অবাধ, সুষ্ঠুভাবে হয় জিতবে কে? এই প্রশ্নের উত্তর কিছুদিন আগেও সহজ ছিল। এখন এই প্রশ্নের জবাব যাকে জিজ্ঞাস করবেন, তিনি জবাব দিতে একটু চিন্তা করবে। কারণ, যখন সহজ ছিল বলে আমরা ভাবছি, তখন যদি বলা হতো শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নির্বাচন যেটা হচ্ছে, সেগুলোতে কে জিতবে? তখনও কিন্তু এ প্রশ্নের উত্তরটি অনেকের কাছে সহজ ছিল। কিন্তু ফল দেখে তারা ভেবেছে, আমরা কত সহজে ভুল করছিলাম। এখন এখানেও কি খুব সহজে ভুল হচ্ছে?’ 

তিনি বলেন, ‘আজ থেকে আট মাস আগে সবাই জানতো নির্বাচন হওয়া মনেই হলো বিএনপির নিরঙ্কুশ জয়লাভ। এখন বিএনপির নেতারাও কি বুকে হাত দিয়ে বলতে পারবেন, এখনো তারা এ রকম ভাবছেন? পারবেন না। ’

  • সর্বশেষ
  • জনপ্রিয়