সরকার নতুন বিধান অনুযায়ী দেশের কিছু শ্রেণীর জমির ওপর আর খাজনা বা ভূমি উন্নয়ন কর আরোপ করবে না। এর ফলে মালিকদের আর এসব জমির জন্য নিয়মিত খাজনা পরিশোধ করতে হবে না।
আইন অনুযায়ী, সাধারণ জমির ক্ষেত্রে তিন বছর টানা খাজনা না দিলে সরকার খাস খতিয়ানভুক্ত করার ক্ষমতা রাখে। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী চার ধরনের জমি খাজনা থেকে স্থায়ীভাবে অব্যাহতি পাচ্ছে। এগুলো হলো—
সরকারি বা জাতীয় খালাস জমি
ধর্মীয় প্রতিষ্ঠান যেমন মসজিদ, মন্দির, মঠের জমি (বাণিজ্যিক কাজে ব্যবহার না হলে)
পুনর্বাসন বা আবাসন প্রকল্পের জমি
জরুরি প্রয়োজনে সরকার কর্তৃক অধিগ্রহণকৃত জমি
এছাড়া প্রান্তিক কৃষক বা অসচ্ছল মালিকরা জেলা প্রশাসকের কাছে আবেদন করলে তদন্ত সাপেক্ষে নির্দিষ্ট সময়ের জন্য খাজনা মওকুফ পেতে পারেন।
ডিজিটাল ব্যবস্থায় এখন আর ভূমি অফিসে গিয়ে খাজনা দেওয়ার প্রয়োজন নেই। ভূমি সেবার ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ ব্যবহার করে বিকাশ, নগদ বা রকেটের মাধ্যমে ঘরে বসেই খাজনা পরিশোধ করা যাবে। এতে ভূমি অফিসে ঘুষ ও হয়রানির সুযোগও অনেক কমে যাবে বলে আশা করা হচ্ছে।