নিজস্ব প্রতিবেদক : প্রতিপক্ষ খারাপ না খেললে বাংলাদেশ নাকি জিততে পারে না, ক্রিকেট প্রেমীদের মুখে এ ধরনের কথা প্রায়শই শোনা যায়। আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচটি যেনো তারই প্রমাণ। একটি সহজ ম্যাচ কঠিন করে জিতলো টাইগার সেনারা।
সিরিজের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমনের শতরানের উদ্বোধনী জুটিতে সহজ জয়ের পথেই ছিল দল। কিন্তু এরপর আফগানিস্তান স্পিনের দিশেহারা হয়ে ৯ রানের ভেতর ৬ উইকেট হারিয়ে ম্যাচ হাতছাড়া করার শঙ্কায় পড়েছিল তারা।
তবে শেষ পর্যন্ত নুরুল হাসান সোহান ও রিশাদ হোসেনের দৃঢ়তায় ৪ উইকেটের জয় দিয়ে সিরিজ শুরু করেছে বাংলাদেশ।
বৃহস্পতিবার শারজায় তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৯ উইকেটে ১৫১ রান তোলে আফগানিস্তান। জবাবে ৮ বল আগে লক্ষ্যে পৌঁছায় বাংলাদেশ।
১০৯ রানের উদ্বোধনী জুটির পর ১১৮ রান পর্যন্ত যেতে ৬ উইকেট হারায় জাকের আলীর দল। তবে উইকেটে সোহান-রিশাদের ৩৫ রানের অবিচ্ছিন্ন জুটিতে জয় পায় বাংলাদেশ।