শিরোনাম
◈ উত্তাল সমুদ্র থেকে শহিদুল আলমের স্ট্যাটাস: ইসরায়েলি হামলার শঙ্কা পেরিয়ে গাজার পথে অটল অভিযাত্রা ◈ বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, ১০ জেলায় ঝড়ের আশঙ্কা ◈ ইসরায়েলি হুঁশিয়ারি উপেক্ষা করে ফ্লোটিলার প্রথম জাহাজ গাজার জলসীমায় প্রবেশ ◈ যেভাবে সুমুদ ফ্লোটিলা থেকে ৩৭ দেশের ২০১ অভিযাত্রী আটক হয়, জানা গেল জাতীয়তা (ভিডিও) ◈ গ্লোবাল সুমুদ ফ্লোটিলা কী, কেন এটি এত আলোচনার কেন্দ্রবিন্দু? ◈ নিউইয়র্কে ২০ তলা আবাসিক ভবন ধসে পড়‌লো ◈ নারী বিশ্বকাপ: বিকা‌লে বাংলা‌দেশ- পাকিস্তান মুখোমুখি  ◈ গাজায় যুদ্ধ বন্ধে ডোনাল্ড ট্রা‌ম্পের প‌রিকল্পনায় উভয় সংকটে নেতানিয়াহু? ◈ আ‌মে‌রিকা সরকা‌রের ‌বেতনভুক্ত দেড় লা‌খের বে‌শি কর্মচারী চাকরী ছে‌ড়ে দি‌লেন ◈ চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গে আর্সেনালের ২ গো‌লে জয়, মোনাকোর কা‌ছে হোঁচট খে‌লো ম‌্যান‌চেস্টার সি‌টি

প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২৫, ১২:১৪ দুপুর
আপডেট : ০২ অক্টোবর, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গে আর্সেনালের ২ গো‌লে জয়, মোনাকোর কা‌ছে হোঁচট খে‌লো ম‌্যান‌চেস্টার সি‌টি

স্পোর্টস ডেস্ক : এমিরেটস স্টেডিয়ামে একপেশে ম্যাচে গ্রিসের ক্লাব অলিম্পিয়াকোসকে ২-০ গোলে হারিয়েছে আর্সেনাল। ম্যাচের ১২তম মিনিটে আর্সেনালকে লিড এনে দেন গ্যাব্রিয়েল মার্টিনেলি। এরপর প্রথম হাফে আর কোনো গোল হয়নি।

দ্বিতীয় হাফেও এনের পর এক আক্রমণ করতে থাকে গানাররা। তবে নির্ধারিত সময় শেষে যোগ করা সময়ে আর্সেনালের জয় নিশ্চিত করেন বদলি হিসেবে নামা বুকায়ো সাকা। এবারের চ্যাম্পিয়ন্স লিগে প্রথম দুই ম্যাচের দুইটিতে জয় পেল আর্তেতার দল। ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে অবস্থান করছে তারা। --- সময়‌নিউজ

এদিকে রাতের আরেক ম্যাচে ম্যানচেস্টার সিটিকে রুখে দিয়েছে এএস মোনাকো। স্টেড লুইতে ম্যাচের ১৫তম মিনিটে হলান্ডের গোলে এগিয়ে যায় সিটিজেনরা। তবে সমতায় ফিরতে দেরি করেনি স্বাগতিক মোনাকো। ১৮তম মিনিটে তেজে ডি-বক্সের বাইরে থেকে দারুণ এক গোল করে মোনাকোকে সমতায় ফেরায়।

তবে প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগে আবারও লিড পায় সিটি। এবারের গোল স্কোরারও সেই হলান্ড। ৪৩তম মিনিটে ও'রেলির ক্রস থেকে হেডে গোল করেন নরওয়েজিয়ান এই তারকা। চ্যাম্পিয়ন্স লিগে এটি হলান্ডের ৫২তম গোল। ৫০ ম্যাচ খেলে এই গোল করেছেন তিনি।

দ্বিতীয় হাফে খেলায় তেমন কোনো আকর্ষণ ছিল না। তবে ম্যাচের ৮৭তম মিনিটে ডি-বক্সের ভেতরে মোনাকোর ডিফেন্ডারকে মুখে লাথি মারায় পেনাল্টি পায় স্বাগতিকরা। সেই পেনাল্টি থেকে গোল করেন এরিক ডায়ার। তাতে ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে দুই দল।

এদিকে জার্মান ক্লাব বেয়ার লেভারকুসেন ১-১ গোলে ড্র করেছে ডাচ ক্লাব পিএসভির বিপক্ষে। দুই ম্যাচে দুইটিতেই ড্র করে টেবিলের ২৫তম স্থানে রয়েছে লেভারকুসেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়