স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ ইন্টারন্যাশনাল লিগ (আইএল) টি-টোয়েন্টিতে দল পেয়েছেন। ভিত্তি মুল্য ৪০ হাজার ডলারে সাকিবকে কিনেছে এমআই এমিরেটস। অপরদিকে, ৮০ হাজার ডলারে তাসকিনকে নিয়েছে শারজাহ ওয়ারিয়র্স।
প্রথমবারের মতো হওয়া আইএল টি-টোয়েন্টির নিলামে শুরুতে অবিক্রীত ছিলেন সাকিব ও তাসকিন। এরপর ফ্র্যাঞ্চাইজিগুলোর আগ্রহে নিলাম আবার শুরু হলে সাকিবকে দলে নেয় মুকেশ আম্বানির দল এমআই এমিরেটস। ফলে প্রথমবারের মতো আইএল টি-টোয়েন্টি লিগে খেলা হবে সাবেক বিশ্বসেরা এই অলরাউন্ডারের।
আর সাকিবের দ্বিগুণ দামে তাসকিনকে দলে ভিড়িয়েছে শারজাহ ওয়ারিয়র্স। লঙ্কান প্রিমিয়ার লিগের পর দ্বিতীয় টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে যাচ্ছেন এই টাইগার পেসার।
এর আগে, নিলামে না গিয়েই দল পেয়েছিলেন আরেক বাংলাদেশি ক্রিকেটার মোস্তাফিজুর রহমান। তাকে আগেই সাইন করে রেখেছে দুবাই ক্যাপিটালস।
এদিন নিলামে অবিক্রীত ছিলেন আইপিএল থেকে অবসর নেয়া রবিচন্দ্রন অশ্বিন। ১ লাখ ২০ হাজার ডলার মূল্যের এই অলরাউন্ডারকে নেয়ার আগ্রহ দেখায়নি কোন ফ্র্যাঞ্চাইজি।