শিরোনাম
◈ উত্তাল সমুদ্র থেকে শহিদুল আলমের স্ট্যাটাস: ইসরায়েলি হামলার শঙ্কা পেরিয়ে গাজার পথে অটল অভিযাত্রা ◈ বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, ১০ জেলায় ঝড়ের আশঙ্কা ◈ ইসরায়েলি হুঁশিয়ারি উপেক্ষা করে ফ্লোটিলার প্রথম জাহাজ গাজার জলসীমায় প্রবেশ ◈ যেভাবে সুমুদ ফ্লোটিলা থেকে ৩৭ দেশের ২০১ অভিযাত্রী আটক হয়, জানা গেল জাতীয়তা (ভিডিও) ◈ গ্লোবাল সুমুদ ফ্লোটিলা কী, কেন এটি এত আলোচনার কেন্দ্রবিন্দু? ◈ নিউইয়র্কে ২০ তলা আবাসিক ভবন ধসে পড়‌লো ◈ নারী বিশ্বকাপ: বিকা‌লে বাংলা‌দেশ- পাকিস্তান মুখোমুখি  ◈ গাজায় যুদ্ধ বন্ধে ডোনাল্ড ট্রা‌ম্পের প‌রিকল্পনায় উভয় সংকটে নেতানিয়াহু? ◈ আ‌মে‌রিকা সরকা‌রের ‌বেতনভুক্ত দেড় লা‌খের বে‌শি কর্মচারী চাকরী ছে‌ড়ে দি‌লেন ◈ চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গে আর্সেনালের ২ গো‌লে জয়, মোনাকোর কা‌ছে হোঁচট খে‌লো ম‌্যান‌চেস্টার সি‌টি

প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২৫, ১১:৪৫ দুপুর
আপডেট : ০২ অক্টোবর, ২০২৫, ০২:২৭ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

ক্রিকেট বো‌র্ডের নির্বাচন নিয়ে বিরাট কোহলিকে ফোন, অ‌ভি‌যোগ ক্রীড়া উপ‌দেষ্টার

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাধারণ পরিষদের নির্বাচন আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে। এর আগে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ১ অক্টোবর ছি‌লো। এদিন সকাল সোয়া ১০টার দিকে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে এসে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন তামিম ইকবাল। সেই সঙ্গে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন আরও ১৪জন কাউন্সিলর। -- ক্রিক‌ফ্রেঞ্জি

এর আগে তৃতীয় বিভাগ বাছাই ক্রিকেট থেকে উঠে আসা বিতর্কিত ১৫টি ক্লাবের কাউন্সিলর বা প্রতিনিধির নাম চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্তির কার্যক্রম স্থগিত করেন হাইকোর্ট। মূলত সাবেক বিসিবি সভাপতি ফারুক আহমেদের করা এক রিটের প্রাথমিক শুনানিতে এই আদেশ দেন আদালত।

এরপরই তামিমের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর গুঞ্জন ছিল। যা বুধবার সত্যি হয়েছে। এদিন নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পেছনে কোনো কারণ উল্লেখ্য না করলেও এবারের বিসিবি নির্বাচনকে 'ফিক্সিং' বা পাতানো নির্বাচন আখ্যা দিয়ে তামিম বলেছেন, 'এই নির্বাচন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য একটা কালো দাগ হয়ে রইলো।

তামিমের এমন বক্তব্যের জবাব দিয়েছেন বাংলাদেশের অন্তবর্তীকালিন সরকার যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া। তিনি যমুনা টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে উল্টো তামিমপন্থীদের 'ফিক্সার' আখ্যা দিয়েছেন। দায়িত্বরত বিভিন্ন কর্মকর্তাদেরও তারা হুমকি দিয়েছেন বলে অভিযোগ তার।

আসিফ মাহমুদ বলেছেন, 'ফিক্সিংটা তামিম ভাইরা করার চেষ্টা করেছেন, করে ব্যর্থ হয়েছেন। সভাপতি, সেক্রেটারি এদেরকে ওনাদের পক্ষ থেকে কল দিয়ে বলা হয়েছে যে তাকে কাউন্সিলর দিতে হবে, ডিসি-দেরকে ধমক দেয়া হয়েছে, অনেক কিছু করা হয়েছে। সেগুলো নাই বলি। ফিক্সিংটা করতে ওনারা, মানে ইলেকশনটা ফিক্স করতে ওনারা ব্যর্থ হয়েছেন।

বিসিবি নির্বাচন নিয়ে ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলিকেও ফোন করা হয়েছে বলে দাবি আসিফ মাহমুদের। ভারতের এই ব্যাটার এরপর তা কোচ গৌতম গম্ভীরকেও এই ব্যাপারে বলেছেন বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। পুরো বিষয়টিকে লজ্জাজনক আখ্যা দিয়েছেন আসিফ মাহমুদ।

তিনি বলেন, কেউ একজন ফোন করে বিরাট কোহলিকে অভিযোগ দিয়েছে এবং বিরাট কোহলি সেটা গৌতম গম্ভীর বা বাকিদের সাথে সেটা আবার শেয়ার করেছে। এমন কোথাও অভিযোগ দেয়া উচিত না যেটা আমার দেশের জন্য লজ্জাজনক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়