স্পোর্টস ডেস্ক : ভারত-পাকিস্তানের হ্যান্ডশেক বিতর্ক ছিলো এশিয়া কাপে অন্যতম আলোচ্য বিষয় এবার নারী ওয়ানডে বিশ্বকাপেও এই দুই চিরপ্রতিদ্বন্দী দেশের খেলায় ফিরে আসতে পারে সেই একই বিতর্ক। তার ইঙ্গিত মিলেছে ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব দেবজিৎ সাইকারার কথায়।
বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে সাইকারা জানিয়েছেন, ম্যাচের আগে ভারতীয় খেলোয়াড়েরা পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাবেন কি না, তার কোনো নিশ্চয়তা নেই, ‘আমি কিছু ভবিষ্যদ্বাণী করতে পারি না, তবে ওই দেশের (পাকিস্তান) সঙ্গে আমাদের সম্পর্ক একই রয়েছে, গত সপ্তাহে যেমন ছিল, তেমনই আছে।
ভারত কলম্বোতে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলবে এবং ক্রিকেটের সব প্রটোকল মানা হবে। আমি শুধু এটাই নিশ্চয়তা দিতে পারি যে এমসিসি (মেরিলিবোন ক্রিকেট ক্লাব) এর ক্রিকেট বিধিনিষেধ অনুযায়ী যা করার, তাই করা হবে। হাত মেলানো হবে কি না, আলিঙ্গন হবে কি না এখনই আমি কিছু নিশ্চয়তা দিতে পারছি না।
ভারতীয় ক্রীড়া সাংবাদিক বোরিয়া মজুমদার সামাজিক যোগাযোগমাধ্যমে ইঙ্গিত দিয়েছেন, নারী বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচও এশিয়া কাপের মতোই মাঠের বাইরের উত্তেজনায় ভরপুর থাকবে, ‘কলম্বোতে ভারত-পাকিস্তান ম্যাচ শুধু আরেকটা ক্রিকেট ম্যাচ নয়। এটা হবে এশিয়া কাপেরই ধারাবাহিকতা, শুধু লিঙ্গ বদলাবে।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) একটি সূত্র দেশটির জিও নিউজকে জানিয়েছে, এশিয়া কাপের আগে পুরুষ দলের মতোই নারী দলকেও একই বার্তা দেওয়া হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, এশিয়া কাপের ফাইনালের আগে পিসিবি চেয়ারম্যান মোহসিন নাকভি পুরুষ ক্রিকেটারদের বলেছিলেন, মাঠে যেন তারা নিজেদের স্বাধীনভাবে প্রকাশ করে। এবার নারী দলকেও একই ধরনের বার্তা দেওয়া হয়েছে।
নারী ওয়ানডে বিশ্বকাপে ৫ অক্টোবর মুখোমুখি হবে ভারত-পাকিস্তান।