শিরোনাম
◈ রাষ্ট্রীয় মালিকানায় আসছে দুর্বল পাঁচ ইসলামী ব্যাংক, গ্রাহকদের আস্থা ফেরানোর আশা ◈ ভুয়া দৃষ্টিভঙ্গি বনাম বাস্তব ঝুঁকি: বাংলাদেশিদের ইউরোপে আশ্রয় প্রশ্নে সংকট ◈ জনতার দাবি মৃত ব্রাহমা গরু জবাই, যা বললেন আলোচিত খলিল (ভিডিও) ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে সহজ ম‌্যাচ ক‌ঠিন ক‌রে জিত‌লো বাংলা‌দেশ ◈ ভাষাসৈনিক আহমদ রফিক আর নেই ◈ বাংলাদেশে নিবন্ধিত প্রতিষ্ঠান ৩ লাখ ৫ হাজার,, কী পরিমাণ রাজস্ব মেলে? ◈ বাজারে ইলিশের চড়া দাম: ট্যারিফ কমিশনের প্রতিবেদনে ১১ কারণ ◈ দল হিসেবে আওয়ামী লীগের বিচার হতে পারে যেভাবে ◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৮-৯ অক্টোবর ছুটি? যা বলছে মাউশি ◈ ‌ঝি‌লি‌কের ঝলক, পা‌কিস্তান‌কে উ‌ড়ি‌য়ে দি‌য়ে নারী বিশ্বকাপে দারুণ সূচনা বাংলা‌দে‌শের

প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২৫, ১০:০২ রাত
আপডেট : ০৩ অক্টোবর, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

‌ঝি‌লি‌কের ঝলক, পা‌কিস্তান‌কে উ‌ড়ি‌য়ে দি‌য়ে নারী বিশ্বকাপে দারুণ সূচনা বাংলা‌দে‌শের

এল আর বাদল: নারী বিশ্বকাপে দুর্দান্ত এক জয় তুলে নিয়েছে বাংলাদেশ। প্রতিপক্ষ পাকিস্তানকে সাত উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে নিগার সুলতানাদের দল। এটি বিশ্বকাপের ইতিহাসে বাংলাদেশের মেয়েদের মাত্র দ্বিতীয় জয় হলেও এসেছে একেবারে দাপটের সঙ্গে।

প্রথমে বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে পাকিস্তানকে ১২৯ রানে গুটিয়ে দেয় বাংলাদেশ।

এরপর সহজেই রান তাড়া করে তারা। অভিষেক ম্যাচেই দুর্দান্ত ব্যাটিং উপহার দেন রুবাইয়া হায়দার। আত্মবিশ্বাসী ব্যাটিংয়ে তিনি খেলেন অপরাজিত ৫৪ রানের ইনিংস। ৪৪ বলে ২৩ রান করে তাকে যোগ্য সঙ্গ দেন অধিনায়ক নিগার সুলতানা।

এই জুটি তৃতীয় উইকেটে গড়ে তোলে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়া ৬২ রানের পার্টনারশিপ। সোবহানা মুস্তারী শেষ দিকে চার মেরে ১৮.৫ ওভার হাতে থাকতেই জয় নিশ্চিত করেন।

পাকিস্তানের হয়ে রামিন শামিম, ডায়ানা বেগ ও অধিনায়ক ফাতিমা সানা একটি করে উইকেট নেন। টস জিতে ব্যাট করতে নেমে ব্যাটিং ব্যর্থতায় ভুগে ৩৮.৩ ওভারে অলআউট হয় পাকিস্তান।

শুরুতেই মাত্র ২ রানে ওপেনার ওমাইমা সোহেল ও সিদরা আমিনকে সাজঘরে পাঠান মারুফা আক্তার। এরপর মুনিবা আলী (৩৫ বলে ১৭) ও রামিন শামিম (৩৯ বলে ২৩) ৪২ রানের জুটি গড়লেও দুজনের বিদায়ের পর ধসে পড়ে পাকিস্তানের ইনিংস।

অধিনায়ক ফাতিমা সানা ২২, সিদরা নেওয়াজ ১৫ এবং আলিয়া রিয়াজ ১৩ রান করে কিছুটা লড়াই করেন। শেষ দিকে ডায়ানা বেগ অপরাজিত থেকে ১৬ রানের ইনিংস খেলেন।

বাংলাদেশের হয়ে দুর্দান্ত বোলিং করেন স্বর্ণা আক্তার—মাত্র ৫ রান খরচায় ৩.৩ ওভারে নেন ৩ উইকেট।

এ ছাড়া মারুফা আক্তার ও নাহিদা আক্তার নেন দুটি করে উইকেট, আর রাবেয়া খান, ফাহিমা খাতুন ও নিশিতা আক্তার নিশি একটি করে উইকেট শিকার করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়