স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার প্রথম পরাজয়ের পর কোচ হানসি ফ্লিক জানিয়েছেন, তার দল ফরাসি ক্লাব পিএসজির সমপর্যায়ের নয়।
বুধবার বার্সেলোনার অলিম্পিক স্টেডিয়ামে পিএসজির কাছে ২-১ গোলে হারে ফ্লিকের দল। ঘরের মাঠে ১৯তম মিনিটে স্বাগতিকদের এগিয়ে দেন ফেররান তোরেস। তবে বিরতির আগে পিএসজিকে সমতায় ফেরান সেনি মায়ুলু। ৯০তম মিনিটে গনসালো রামোসের গোলে জয়ের হাসি হাসে ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা।
চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে এটি বার্সেলোনার প্রথম পরাজয়। অন্যদিকে শিরোপা ধরে রাখার অভিযানে চ্যাম্পিয়নস লিগের দুই ম্যাচের দুটিতেই জিতল লুইস এনরিকের দল।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে দলের পারফরম্যান্সের সমালোচনা করে ফ্লিক বলেন, “আজ আমি মনে করি না আমরা একই স্তরে ছিলাম। আমি আমার দলের ওপর বিশ্বাস রাখি, কিন্তু আজ আমরা আমাদের সেরা পারফরম্যান্স দেখাতে পারিনি। ৩৫ মিনিটের পর থেকে পিএসজি ম্যাচের নিয়ন্ত্রণ নেয়। আমি মনে করি না, আমরা আমাদের পূর্ণ সামর্থ্যে খেলেছি। তবে চ্যাম্পিয়নস লিগে এমন ম্যাচও জরুরি। জয়টা ওদের প্রাপ্য ছিল।
দ্বিতীয়ার্ধের বল দখলের লড়াইয়ে ভোগার পেছনে শিষ্যদের ক্লান্তিকে দায়ী করে বার্সেলোনা কোচ বলেন, “আপনারা দেখেছেন দ্বিতীয়ার্ধে কিছু খেলোয়াড় খুব ক্লান্ত ছিল। যখন কেউ একটু ক্লান্ত থাকো, সেটা মাঠে চোখে পড়ে। তবে সবাই তাদের সর্বোচ্চ দিয়েছে। ১-১ অবস্থায় রক্ষণে আরও ভালো কাঠামো থাকা দরকার ছিল। আমাদের এটা থেকে শিক্ষা নিতে হবে এবং উন্নতি করতে হবে।
আমরা পিএসজির মান দেখেছি, এবং আমি শতভাগ নিশ্চিত, আমরাও এভাবে খেলতে পারি। ৯০ মিনিট ধরে পুরো দলকে একসঙ্গে রক্ষণ, আক্রমণ, ফাঁকা জায়গার ব্যবহার এবং বল দখলে থাকতে হবে।
চোটের কারণে এদিন আক্রমণভাগের তিন গুরুত্বপূর্ণ সদস্য উসমান দেম্বেলে, দেজিরে দুয়ে ও খাভিচা কাভারাৎস্খেলিয়া এবং নিয়মিত অধিনায়ক ডিফেন্ডার মার্কিনিয়োসকে ছাড়াই মাঠে নামে পিএসজি। তবে এরপরও ফরাসি চ্যাম্পিয়নদের পারফরম্যান্সে মুগ্ধ ফ্লিক।
ওদের দর্শন অসাধারণ। তরুণ খেলোয়াড় যারা আসছে তাদের মান ও গতি উচ্চমানের। ওদের দলে সতেজতা ছিল, যা দলের মান বাড়িয়েছে। আমার মতে, গত কয়েক সপ্তাহে আমরা অনেক ম্যাচ খেলেছি এবং অবশ্যই এটা থেকে আমাদের শেখা উচিত।