শিরোনাম
◈ সুন্দরবনে কুখ্যাত ডাকাত রাঙ্গা বাহিনীর দুই সহযোগীকে অস্ত্রসহ আটক, জিম্মি জেলেরা উদ্ধার ◈ কক্সবাজারে ফুটবল স্টেডিয়ামে দর্শকদের তাণ্ডব, ইউএনওসহ আহত ২০ (ভিডিও) ◈ বিএনপি সন্ত্রাস ও সংঘাতের রাজনীতিতে বিশ্বাস করে না : ড. আব্দুল মঈন খান ◈ পাকিস্তা‌নের ‌শেহজাদ বল‌লেন, বাংলাদেশ দলে আফগানিস্তানের মতো এতো ম্যাচ উইনার নেই  ◈ রাজধানীর তিন জায়গায় আওয়ামী লীগের ঝটিকা মিছিলের চেষ্টা, গ্রেপ্তার ১৮ ◈ অবশেষে পল্লী বিদ্যুৎ সমিতির গণছুটি স্থগিত ◈ যেসব এলাকায় শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ◈ তিন দাবি নিয়ে জাবির প্রো-ভিসির সঙ্গে শিক্ষার্থীদের বৈঠক ◈ ইসরায়েলি আগ্রাসন বন্ধে আন্তর্জাতিক চাপের আহ্বান তারেক রহমানের ◈ এবার নেপালের মতো গণ-অভ্যুত্থানের ডাক পশ্চিমবঙ্গে!

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০২৫, ০৪:১৫ দুপুর
আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

হংকংয়ের বিরু‌দ্ধে স্লো ব্যাটিং নিয়ে লিটন‌দের সমালোচনায় ভার‌তের ওয়া‌সিম জাফর

স্পোর্টস ডেস্ক: ভারতের সাবেক ক্রিকেটার ওয়াসিম জাফর এ‌শিয়া কা‌পে হংকংয়ের বিপক্ষে বাংলাদেশের পারফরম্যান্স নিয়ে হতাশা প্রকাশ করেছেন।  

তার মতে, দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে বাংলাদেশের আরও আক্রমণাত্মক ও আত্মবিশ্বাসী ক্রিকেট খেলার সুযোগ ছিল, কিন্তু তারা তা কাজে লাগাতে পারেনি।

বিশেষ করে লিটন দাস ও তৌহিদ হৃদয়ের জুটির পর ম্যাচটি ১৫ বা ১৬ ওভারের মধ্যেই শেষ করার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোতে এক বিশ্লেষণে এ মন্তব্য করেন জাফর।

তিনি মনে করেন, টুর্নামেন্টের প্রথম ম্যাচেই বাংলাদেশ চাইলে প্রতিপক্ষের ওপর আধিপত্য বিস্তার করে একটি স্পষ্ট বার্তা দিতে পারত। তারা আক্রমণাত্মক ক্রিকেট খেলতে প্রস্তুত এটা প্রমাণের সুযোগ ছিল। তিনি বলেন, হংকংয়ের মতো দলের বিপক্ষে ভীতু বা রক্ষণশীল ক্রিকেট খেলার কোনো প্রয়োজন ছিল না।

তিনি আরও বলেন, পিচ খুব একটা কঠিন ছিল না এবং হংকংয়ের বোলারদের বলের গতি তুলনামূলক কম থাকলেও বাংলাদেশ সেটিকে কাজে লাগাতে পারেনি।

সম্ভবত শুরুতেই দুই উইকেট হারানোয় তারা নেট রান রেটের কথা চিন্তা না করে ম্যাচ জয়ের দিকেই মনোযোগ দিয়েছে এবং নিরাপদ কৌশল নিয়েছে।
তবে তিনি লিটন ও হৃদয়ের প্রশংসা করেছেন।

তিনি বলেন, লিটন ধীরে শুরু করলেও পরে দুর্দান্ত ব্যাটিং করেছেন এবং স্মার্টলি ইনিংস সাজিয়েছেন। হৃদয় কিছুটা সংগ্রাম করলেও দুজনের জুটি জয়ের ভিত গড়ে দেয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়