পলাশ (নরসিংদী) প্রতিনিধি: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, বিএনপি সন্ত্রাস, সংঘাত কিংবা লুটপাটের রাজনীতিতে বিশ্বাস করে না। বিএনপি আইনের শাসনে বিশ্বাস করে। জনগণের অধিকার প্রতিষ্ঠা, জবাবদিহিতা নিশ্চিত করা এবং আইনের শাসন প্রতিষ্ঠাই বিএনপির একমাত্র লক্ষ্য।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে নরসিংদীর পলাশ উপজেলার গাজারিয়া ইউনিয়নের পারুলিয়া মোড়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মঈন খান বলেন, দীর্ঘ ১৫ বছরে আওয়ামী লীগ উন্নয়নের নামে দেশে ব্যাপক লুটপাট চালিয়েছে। তাদের দুর্নীতির কারণে দেশ ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। উন্নয়নের নামে টাকা বরাদ্দ নিয়ে শুধু সাইনবোর্ড টাঙানো হয়েছে, প্রকৃত কোনো উন্নয়ন হয়নি।
তিনি আরও বলেন, একটি দেশের উন্নতির জন্য শুধু শহর নয়, গ্রামগুলোও সমানভাবে উন্নত করতে হবে। বিএনপি আগামীতে ক্ষমতায় গেলে দেশের প্রতিটি গ্রামের উন্নয়নে কাজ করবে।
এসময় পথসভায় উপস্থিত ছিলেন—পলাশ উপজেলা বিএনপির সভাপতি এম. এ. সাত্তার, সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন ভূঁইয়া মিল্টন, পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন চিশতীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।