শিরোনাম
◈ সুন্দরবনে কুখ্যাত ডাকাত রাঙ্গা বাহিনীর দুই সহযোগীকে অস্ত্রসহ আটক, জিম্মি জেলেরা উদ্ধার ◈ কক্সবাজারে ফুটবল স্টেডিয়ামে দর্শকদের তাণ্ডব, ইউএনওসহ আহত ২০ (ভিডিও) ◈ বিএনপি সন্ত্রাস ও সংঘাতের রাজনীতিতে বিশ্বাস করে না : ড. আব্দুল মঈন খান ◈ পাকিস্তা‌নের ‌শেহজাদ বল‌লেন, বাংলাদেশ দলে আফগানিস্তানের মতো এতো ম্যাচ উইনার নেই  ◈ রাজধানীর তিন জায়গায় আওয়ামী লীগের ঝটিকা মিছিলের চেষ্টা, গ্রেপ্তার ১৮ ◈ অবশেষে পল্লী বিদ্যুৎ সমিতির গণছুটি স্থগিত ◈ যেসব এলাকায় শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ◈ তিন দাবি নিয়ে জাবির প্রো-ভিসির সঙ্গে শিক্ষার্থীদের বৈঠক ◈ ইসরায়েলি আগ্রাসন বন্ধে আন্তর্জাতিক চাপের আহ্বান তারেক রহমানের ◈ এবার নেপালের মতো গণ-অভ্যুত্থানের ডাক পশ্চিমবঙ্গে!

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:১৮ রাত
আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১৫ দিনেই ২০৩ কোটি আয় ছাড়িয়েছে, কী আছে ‘লোকাহ’ সিনেমায়?

মালয়ালাম বক্স অফিস কাঁপাচ্ছে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া নতুন সিনেমা ‘লোকাহ : চ্যাপ্টার ১-চন্দ্রা’। মুক্তির পরপরই দর্শক জনপ্রিয়তায় দ্রুততম সময়ে ২০৩ কোটি আয় ছাড়িয়েছে সিনেমাটি। কী আছে এ সিনেমায় জানেন?

চলতি বছর ২৮ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পায় পরিচালক ডোমিনিক অরুন পরিচালিত ‘লোকাহ: চ্যাপ্টার ১-চন্দ্রা’। সিনেমাটি প্রযোজনা করেছে দক্ষিণি তারকা দুলকার সালমানের প্রতিষ্ঠান ওয়ারফেয়ার ফিল্মস।

এ সিনেমার চিত্রনাট্য গড়ে উঠেছে এক নারীকে কেন্দ্র করে। তবে এ নারী সাধারণ কোনো নারী নন। অলৌকিক শক্তি রয়েছে তার মধ্যে।

সিনেমার পর্দার সুপার হিরোদের দুনিয়ায় এবারই প্রথম এলো কোনো সুপার হিরোইনের গল্প। অত্যাধুনিক ভিজ্যুয়াল এফেক্ট এবং দারুণ অ্যাকশন দৃশ্য।

সিনেমাটি নির্মিত হয়েছে কেরালার একটি লোককাহিনি অবলম্বনে। রক্তপিপাসু এক ডাকিনির সঙ্গে বর্তমান সময়কে জুড়ে দিয়ে সিনেমায় দেখানো হয়েছে সম সাময়িক নানা সমস্যা। গল্পে উঠে এসেছে অঙ্গ পাচারসহ রহস্যময় একাধিক জটিলতা। আর এ নতুনত্বেই বাজিমাত করেছে মাত্র ৩০ কোটি রুপিতে নির্মিত সিনেমাটি।

সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন কল্যাণী প্রিয়দর্শন। আরও অভিনয় করেছেন নাসলেন, স্যান্ডি, অরুণ কুরিয়ান প্রমুখ। বিশেষ ক্যামিও চরিত্রে রয়েছেন দুলকার সালমান, টোভিনো থমাস, আন্না বেনকে। গুরুত্বপূর্ণ একটি চরিত্রে কণ্ঠ দিয়েছেন কিংবদন্তি মাম্মুটি।

প্রসঙ্গত, এ সিনেমার মাধ্যমে ২০০ কোটির ক্লাবে পৌঁছানো প্রথম নারী অভিনেত্রীর খেতাব জিতেছেন অভিনেত্রী কল্যাণী প্রিয়দর্শন। সিনেমাটি 'এম্পুরান'-এর পর সবচেয়ে দ্রুত ২০০ কোটি রুপি আয় করে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে। শুধু তাই নয়, দর্শক আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকা ফ্যান্টাসি নির্ভর সিনেমাটি আকাশ ছোঁয়া সাফল্যে রচনা করেছে ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রিতে নারী প্রধান চরিত্রের নতুন এক ইতিহাসও।

  • সর্বশেষ
  • জনপ্রিয়