মালয়ালাম বক্স অফিস কাঁপাচ্ছে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া নতুন সিনেমা ‘লোকাহ : চ্যাপ্টার ১-চন্দ্রা’। মুক্তির পরপরই দর্শক জনপ্রিয়তায় দ্রুততম সময়ে ২০৩ কোটি আয় ছাড়িয়েছে সিনেমাটি। কী আছে এ সিনেমায় জানেন?
চলতি বছর ২৮ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পায় পরিচালক ডোমিনিক অরুন পরিচালিত ‘লোকাহ: চ্যাপ্টার ১-চন্দ্রা’। সিনেমাটি প্রযোজনা করেছে দক্ষিণি তারকা দুলকার সালমানের প্রতিষ্ঠান ওয়ারফেয়ার ফিল্মস।
এ সিনেমার চিত্রনাট্য গড়ে উঠেছে এক নারীকে কেন্দ্র করে। তবে এ নারী সাধারণ কোনো নারী নন। অলৌকিক শক্তি রয়েছে তার মধ্যে।
সিনেমার পর্দার সুপার হিরোদের দুনিয়ায় এবারই প্রথম এলো কোনো সুপার হিরোইনের গল্প। অত্যাধুনিক ভিজ্যুয়াল এফেক্ট এবং দারুণ অ্যাকশন দৃশ্য।
সিনেমাটি নির্মিত হয়েছে কেরালার একটি লোককাহিনি অবলম্বনে। রক্তপিপাসু এক ডাকিনির সঙ্গে বর্তমান সময়কে জুড়ে দিয়ে সিনেমায় দেখানো হয়েছে সম সাময়িক নানা সমস্যা। গল্পে উঠে এসেছে অঙ্গ পাচারসহ রহস্যময় একাধিক জটিলতা। আর এ নতুনত্বেই বাজিমাত করেছে মাত্র ৩০ কোটি রুপিতে নির্মিত সিনেমাটি।
সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন কল্যাণী প্রিয়দর্শন। আরও অভিনয় করেছেন নাসলেন, স্যান্ডি, অরুণ কুরিয়ান প্রমুখ। বিশেষ ক্যামিও চরিত্রে রয়েছেন দুলকার সালমান, টোভিনো থমাস, আন্না বেনকে। গুরুত্বপূর্ণ একটি চরিত্রে কণ্ঠ দিয়েছেন কিংবদন্তি মাম্মুটি।
প্রসঙ্গত, এ সিনেমার মাধ্যমে ২০০ কোটির ক্লাবে পৌঁছানো প্রথম নারী অভিনেত্রীর খেতাব জিতেছেন অভিনেত্রী কল্যাণী প্রিয়দর্শন। সিনেমাটি 'এম্পুরান'-এর পর সবচেয়ে দ্রুত ২০০ কোটি রুপি আয় করে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে। শুধু তাই নয়, দর্শক আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকা ফ্যান্টাসি নির্ভর সিনেমাটি আকাশ ছোঁয়া সাফল্যে রচনা করেছে ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রিতে নারী প্রধান চরিত্রের নতুন এক ইতিহাসও।